ইলেক্ট্রিক বাইক ও স্কুটারে লাইসেন্স প্লেট ও নিবন্ধন দরকার বলে মনে করছে সিটি কাউন্সিল। গত পাঁচ বছরে ই-বাইক দুর্ঘটনায় ৪৭ জন নিহত হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ এ নিয়ে ভাবছে। কাউন্সিল সদস্য বব হল্ডেন এ-সংক্রান্ত একটি বিলের ওপর শুনানির পর সাংবাদিকদের বলেন, ‘আমাদের রাস্তা, আমাদের ফুটপাতে, এমনকি আমাদের ভবনগুলোর ভেতরে ই-বাইকের অভিশাপ ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করছে। অনেক লোক এতে মারা যাচ্ছে, অনেক আহত হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ হারাচ্ছে। খুবই দুঃখজনক ঘটনা।’
তিনি বলেন, ই-বাইকের দুর্ঘটনায় জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। আর কাজটি করতে হবে এখনই।
এ ব্যাপারে যে আইনটি করা হচ্ছে, তার নাম দেওয়া হয়েছে প্রিসিলা ল। এই নামের এক হেড স্ট্রার্ট কর্মী গত সেপ্টেম্বরে চায়নাটাউনে নিহত হন। ই-বাইক তার ওপর ওঠে গিয়েছিল। নতুন আইন কার্যকর হলে ই-বাইক ও স্কুটারের জন্য ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালস থেকে নিবন্ধন নিতে হবে। আর প্রতিটি বাইসাইকেল ও স্কুটারে ইলেক্ট্রিক সহায়তাযুক্ত দৃশ্যমান প্লেট থাকতে হবে। সিটি বাইকস এবং ফুড ডেলিভারি চালকদের ব্যবহৃত ইলেক্ট্রিক স্কুটারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই বিলে উবার ইটস, ডোরড্যাশের মতো কোম্পানিগুলোকেও জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। তাদেরকে তাদের চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। আইন লঙ্ঘনকারীর শাস্তি নিশ্চিত করতে হবে।