যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় নগরীর তুলনায় নিউইয়র্ক সিটিতে মুদ্রাস্ফীতি অনেক বেশি। গত বছরের প্রথম থেকে এই নগরীতে লাগামহীনভাবে বেড়ে চলেছে পণ্যসামগ্রীর দাম। নতুন সরকারি তথ্য থেকেই এই চিত্র পাওয়া গেছে।
নিউইয়র্ক ও নিউজার্সিতে মুদিসামগ্রী থেকে স্কুল টিউশন- সবকিছুতেই এক বছর আগের চেয়ে এখন ৪.৩ শতাংশ দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের অন্য ১২টি নগরীর চেয়ে এখানে দাম অনেক বেশি।
উল্লেখ্য, কনজিউমাস প্রাইজ ইনডেক্স অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জাতীয়ভাবে মুদ্রাস্ফীতি ২.৭ শতাংশ। গত অক্টোবরে তা ছিল ২.৬ শতাংশ।
পরিসংখ্যানে দেখা যায়, এক বছর আগের তুলনায় খাদ্যমূল্য বেড়েছে ১.৮ শতাংশ। বাইরে খাবারের ক্ষেত্রে তা বেড়েছে ২.৬ শতাংশ, আর বাড়িতে ১.৪ শতাংশ। গোশত, পোল্ট্রি, মাছ ও ডিমের দাম বেড়েছে ৪ শতাংশ করে।
আশ্রয় নিয়েও নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের উদ্বেগ রয়েছে। এই খাতে মুদ্রাস্ফীতি ঘটেছে ৫.৭ শতাংশ হারে। প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ১৩.৯ শতাংশ হারে।
এমনকি নিউইয়র্ক সিটির শিক্ষার্থীরাও স্বস্তিতে নেই। মুদ্রাস্ফীতির উত্তাপ তারাও পাচ্ছেন। তাদের টিউশন বেড়েছে ৫.১ শতাংশ।
নিউইয়র্কভিত্তিক সাইকোথেরাপিস্ট জোনাথন আলপার্ট বলেন, তার কাছে আসা অনেকেই এ নিয়ে দুঃচিন্তার কথা বলেন।