নিউইয়র্ক সিটির সাবওয়েতে আরও ২৫০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। এক সংবাদ সম্মেলনে বুধবার গভর্নর ক্যাথি হোকুল বলেন, ‘ছুটির মৌসুমে সিটিতে পর্যটকের সংখ্যা বাড়বে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।’ বুধবার এমটিএ চেয়ার জেনো লিবারের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। গভর্নর দাবি করেন, তার প্রশাসনের বিগত পদক্ষেপগুলোর কারণে গত মার্চ থেকে এ পর্যন্ত সাবওয়েতে অপরাধ কমেছে অন্তত ১০ শতাংশ।
গভর্নর আরও দাবি করেন, সাবওয়ের নিরাপত্তায় ন্যাশনাল গার্ড মোতায়েনের ইতিবাচক প্রভাব এর মধ্যে যাত্রীদের ওপর পড়তে শুরু করেছে। গত মার্চে সাবওয়েতে অপরাধের সংখ্যা বেড়ে গেলে পুলিশের পাশাপাশি ৭৫০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়। সাবওয়ে স্টেশনগুলো পর্যবেক্ষনের পাশাপাশি যাত্রীদের তল্লাশীর দায়িত্ব দেয়া হয় তাদের। নাইন ইলেভেনের পর সাবওয়েতে এত বড় সংখ্যায় ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রথম ঘটনা ছিলো সেটি।
ন্যাশনাল গার্ড মোতায়েনের পর সাবওয়েতে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। গত বৃহস্পতিবার একদিনে সাড়ে চার মিলিয়ন যাত্রী ভ্রমণের রেকর্ড হয়েছে। আর এসব কিছুর জন্য ন্যাশনাল গার্ড সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোকুল। কেউ যেন অপরাধ করার সাহস না পায় এবং সাধারণ যাত্রীরা যাতে নিরাপদ বোধ করে তা নিশ্চিতে যা যা করা দরকার তার প্রশাসন তার সব করবে বলে অঙ্গীকার করেন গভর্নর।
তিনি জানান, সার্বক্ষনিক নজরদারি নিশ্চিতো করতে এরই মধ্যে সবগুলো সাবওয়ে কারে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এদিকে, এমটিএ চেয়ার জেনো লিবার বলেন, গভর্নর হোকুল যেসব পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে অন্যতম, যাত্রীদের জন্য মানসিক স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা। লিবার দাবি করেন, নিউ ইয়র্কের গণপরিবহণ এখন অন্যান্য যে কোন সময়ের তুলনায় বেশি নিরাপদ।