ইউটাতে তিন শিশুসহ একই পরিবারের পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ওয়েস্ট ভ্যালি সিটির একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে তারা। আর বাড়ির গ্যারেজ থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ১৭ বছর বয়সি অপর এক কিশোরকে। তবে নিহতদের মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ কর্মকর্তারা।
সল্ট লেইক সিটির আনুমানিক ৯ মাইল দূরে ওয়েস্ট ভ্যালি সিটির একটি বাড়িতে সোমবার প্রতিবেশীর ডাকে কেউ সাড়া না দেয়ায় পুলিশকে অবহিত করেন ঐ প্রতিবেশী। পরে পুলিশ ঐ বাড়িতে গিয়ে সাড়া না পেয়ে ফিরে আসেন। পরদিন মঙ্গলবার বিকেলে পুলিশ খবর পেয়ে ঐ স্থানে গেলে বাবা-মা ও তিন শিশু সন্তানসহ একই পরিবারের পাঁচ জনের মরদেহ উদ্ধার করেন তারা। ওয়েস্ট ভ্যালি সিটি পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র রোক্সিয়ান ভেইনুকু জানান নিহতদের মধ্যে ১১ বছর বয়সি ছেলে এবং ৯ ও ২ বছর বয়সি মেয়ে শিশুও ছিল।
এছাড়াও ঐ বাড়িটির গ্যারেজ থেকে একই পরিবারের ১৭ বছর বয়সি এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানায় তারা। এদিকে, নিহতদের মৃত্যুর কারণ ও কে বা কারা এই ঘটনার সাথে জড়িত সে সম্পর্কে এখনও কিছু জানায়নি পুলিশ কর্মকর্তারা। তবে পুলিশ প্রমান সংগ্রহ করতে বাড়ির ভিতর ও ডোর বেল ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে বলেও জানিয়েছেন রোক্সিয়ান ভেইনুকু।