বিশ্বের বহু দেশে এখন জনসংখ্যা সংকুচিত হয়ে আসছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়ছে সে দেশগুলো। গত কয়েক দশক থেকে যুক্তরাষ্ট্রেও জনসংখ্যা বৃদ্ধি সংকুচিত হয়ে আসছিল। ২০২৪ সালে অভিবাসনের প্রবাহ দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে গত ২৩ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৪ কোটি ছাড়িয়ে গেছে, যা মার্কিন জনগণনা ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।
জনসংখ্যা বৃদ্ধির এ ঊর্ধ্বগতির জন্য অভিবাসীদের অবদানই বেশি বলে সাম্প্রতিক তথ্যে দেখা গেছে। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দেশের জনসংখ্যা প্রায় ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ২০০১ সালের পর সর্বোচ্চ। তুলনামূলকভাবে, ২০২১ সালে কোভিড-১৯ মহামারির কারণে আন্তর্জাতিক ভ্রমণে সীমাবদ্ধতার ফলে বৃদ্ধি ছিল মাত্র শূন্য দশমিক দুই শতাংশ, যা রেকর্ড সর্বনিম্ন।
২০২৪ সালে প্রায় ২৮ লাখ মানুষ অভিবাসনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। এর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল মানবিক কারণে যুক্ত হওয়া নতুন অভিবাসন গণনার পদ্ধতি। মার্কিন জনগণনা ব্যুরোর মতে, নেট আন্তর্জাতিক অভিবাসন গত বছর যুক্তরাষ্ট্রে জনসংখ্যা বৃদ্ধির ৮৪ শতাংশ অংশীদার। আন্তর্জাতিক অভিবাসনের এই ঊর্ধ্বগতি ২০২২ সালে ১৭ লাখ এবং ২০২৩ সালে ২৩ লাখ মানুষ যুক্ত হওয়ার ধারাবাহিকতা।
জনগণনা ব্যুরোর এক কর্মকর্তা ক্রিস্টিন হার্টলি জানান, "সরকারি ডেটা উৎসের উন্নত সংযোজন আমাদের গণনার পদ্ধতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি আমাদের সাম্প্রতিক আন্তর্জাতিক অভিবাসনের প্রভাব সম্পর্কে ভালোভাবে বুঝতে সাহায্য করছে।"
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে জন্মের সংখ্যা মৃত্যুর চেয়ে প্রায় ৫,১৯,০০০ বেশি ছিল। যদিও এটি ২০২১ সালের রেকর্ড নিন্ম ১,৪৬,০০০ এর তুলনায় বেশি, তা এখনও আগের দশকের উচ্চ পর্যায়ের চেয়ে অনেক কম। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল ছিল সর্বোচ্চ বৃদ্ধি পাওয়া অঞ্চল, যেখানে ১৮ লাখ মানুষ অভিবাসী হিসেবে যুক্ত হয়েছে।
টেক্সাস রাজ্য নতুন ৫,৬২,৯৪১ জন বাসিন্দা নিয়ে শীর্ষস্থান দখল করেছে, আর ফ্লোরিডা যুক্ত করেছে ৪,৬৭,৩৪৭ জন নতুন বাসিন্দা। অন্যদিকে, মিসিসিপি, ভারমন্ট এবং ওয়েস্ট ভার্জিনিয়া ছোট আকারের জনসংখ্যা হ্রাসের মুখোমুখি হয়েছে।
২০২৪ সালের অভিবাসন বৃদ্ধির একটি অংশ ছিল বাইডেন প্রশাসনের মানবিক পারোল নীতির মাধ্যমে যুক্ত হওয়া লোকজন। যদিও এই নীতি রিপাবলিকানদের কাছ থেকে কঠোর সমালোচনার মুখে পড়েছে। ওয়াশিংটন ডিসি ভিত্তিক মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন মানবিক নীতির আওতায় ৫.৮ মিলিয়নেরও বেশি মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তবে, অভিবাসনের সঠিক সংখ্যা নির্ধারণ যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। জনগণনা ব্যুরোর হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ১১ লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। কিন্তু কংগ্রেশনাল বাজেট অফিস এই সংখ্যা প্রায় ৩৩ লাখ বলে বলছে। নতুন পদ্ধতিতে সংশোধনের পর, গত বছরের অভিবাসনের সংখ্যা ২৩ লাখ বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে অভিবাসনের ঊর্ধ্বগতি দেশটির জনসংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে রাজনৈতিক বিতর্ক এবং গণনার পার্থক্যের কারণে এই ইস্যুতে জাতীয় নীতি প্রণয়নে সঠিক সমাধান বের করা সময়ের দাবি। যুক্তরাষ্ট্রে অভিবাসন ব্যবস্থা উন্নয়নে আরও স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করেন।