বাড়তি গ্রহকের কারণে নিউ ইয়র্কে দেখা দিয়েছে ফোন নম্বরের সংকট। আর এই সংকট মোকাবেলায় টেলিযোগাযোগ কর্তৃপক্ষ শিগগিরই একটি নতুন এলাকা কোড চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই এলাকা কোড শুধুমাত্র নতুন ফোন নম্বরের জন্য বরাদ্দ করা হবে। তবে বিদ্যমান ফোন নম্বরগুলোতে কোনো পরিবর্তন আসবে না।
নিউ ইয়র্ক স্টেট পাবলিক সার্ভিস কমিশন পাঁচটি বরোর জন্য এই নতুন এলাকা কোড অনুমোদন করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান ৩৪৭, ৭৮, ৯৭ এবং ৯২৯—কোডগুলো সম্পূর্ণ ব্যবহৃত হয়ে গেলে নতুন এলাকা কোড কার্যকর হবে।
স্টেট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ররি এম ক্রিশ্চিয়ান বলেন, নিউ ইয়র্ক সিটির মেট্রো অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কার্যকলাপের ফলে টেলিফোন নম্বরের চাহিদা বেড়েছে। নতুন এলাকা কোড এই অঞ্চলের ভবিষ্যৎ টেলিযোগাযোগ চাহিদা পূরণে সহায়তা করবে।
তিনি বলেন, নতুন এলাকা কোড ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স, স্টেটেন আইল্যান্ড এবং ম্যানহাটনের মার্বেল হিল পাড়াকে কভার করবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এলাকা কোডটি আগামী কয়েক মাসের মধ্যেই ঘোষণা করা হবে। বর্তমান ১০ অংকের ফোন নম্বরগুলো ব্যবহারকারীরা আগের মতোই ব্যবহার করতে পারবেন। নতুন কোড কার্যকর হওয়ার পর থেকে নতুনভাবে নিবন্ধিত ফোন নম্বরগুলোতে এটি প্রয়োগ করা হবে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এলাকা কোড চালুর ফলে টেলিযোগাযোগ খাতে নম্বর ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে। একই সঙ্গে এটি স্থানীয় ব্যবসা ও ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থায় নতুন সুযোগ সৃষ্টি করবে।
টেলিযোগাযোগ কর্তৃপক্ষ এ বিষয়ে গ্রাহকদের আশ্বস্ত করে জানিয়ে, নতুন কোড চালুর প্রক্রিয়ায় ব্যবহারকারীদের কোনো ভোগান্তি হবে না। প্রয়োজনীয় সব তথ্য ও দিকনির্দেশনা সময়মতো জানানো হবে।