নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ হোমলেস সার্ভিসেসের সাবেক প্রতারণা তদন্তকারীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছে ব্রুকলিনের ফেডারেল আদালত। তিনি ভুক্তভোগীদের তথ্য চুরি করে তাদের নামে অবৈধভাবে বেকারত্ব বীমার জন্য আবেদন করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। ওয়্যার প্রতারণা ও গুরুতর পরিচয় চুরির ষড়যন্ত্রের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ৫ ফেব্রুয়ারি (বুধবার) যুক্তরাষ্ট্রের জেলা বিচারক কিয়ো এ মাতসুমোতো অভিযুক্ত ওলাবাঞ্জি ওতুফালেকে কারাদণ্ডের আদেশ দেন। ওতুফালে ও তার সহকারী মার্ক লাজারে গত জুলাই মাসে নিজের অপরাধ স্বীকার করেছিলেন।
মার্কিন ইস্টার্ন ডিসট্রিক্ট অফ নিউ ইয়র্কের অ্যাটর্নি জন জে দুরহাম, নিউ ইয়র্ক ফিল্ড অফিসের এফবিআই-র সহকারী পরিচালক জেমস ই ডেনেহি এবং নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশনের (ডিওআই) কমিশনার জোসেলিন স্ট্রাউবার একত্রে এই শাস্তির ঘোষণা দেন।
জন জে দুরহাম বলেছেন, অভিযুক্ত একজন প্রতারণা তদন্তকারী হিসেবে তার দায়িত্বের অপব্যবহার করে দুর্বল হোমলেস ভুক্তভোগীদের ব্যক্তিগত তথ্য চুরি করে তার লাভের জন্য ব্যবহার করেছেন। ওতুফালে জনসাধারণের আস্থা ভঙ্গ করেছেন এবং অবৈধ আর্থিক সুবিধা অর্জনের উদ্দেশ্যে তার অ্যাক্সেস ব্যবহার করার ষড়যন্ত্র করেছেন।