যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে শুল্ক ২৫ শতাংশে বৃদ্ধি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবারের (১০ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্তের আওতায় কেউ ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ধাতব আমদানির ওপর শুল্ক একদম সরলীকরণ করা হলো। কোনও ছাড় বা ব্যতিক্রম বাদে সবার জন্যই এখন থেকে এর ২৫ শতাংশ। এটা সব দেশের জন্যই প্রযোজ্য।
এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন শিল্পের প্রসার হবে বলে ট্রাম্প আশা করলেও একাধিক পক্ষের মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
আগামী ৪ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে হোয়াইট হাউজের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
কানাডা, ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশ থেকে আমদানি হওয়া লাখ লাখ টন ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর প্রযোজ্য হবে। এগুলো আগে শুল্ক ছাড় পেয়ে আসছিল।
তবে পরে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতির কারণে তিনি অস্ট্রেলিয়াকে শুল্ক ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।
প্রথম মেয়াদে দেশীয় ইস্পাত ও অ্যালুমিনিয়াম ব্যবসায়ীদের সুরক্ষা প্রদানের উদ্দেশে ২০১৮ সালে সেকশন ২৩২ শুল্ক আইন চালু করেছিলেন ট্রাম্প। সর্বশেষ আদেশটি ওই আইনেরই সম্প্রসারণ।
ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, ইস্পাত ও অ্যালুমিনিয়াম শুল্কের দ্বিতীয় সংস্করণে বিদেশি পণ্যের ডাম্পিং বন্ধ হবে, দেশীয় উৎপাদন বৃদ্ধি পাবে এবং মার্কিন অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পের শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে।
হোয়াইট হাউজে নির্বাহী আদেশনামায় স্বাক্ষর করার পর ট্রাম্প বলেছেন, পরবর্তী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক আরোপকারী সব দেশের জন্য পাল্টা শুল্ক ঘোষণা করা হবে। গাড়ি, সেমিকন্ডাক্টর এবং ওষুধের ওপরও নতুন শুল্ক আরোপের বিষয়টি তিনি বিবেচনা করছেন।
তার শুল্ক আরোপে নাস্তানাবুদ দেশের দিক থেকে প্রতিশোধমূলক শুল্ক যুক্তরাষ্ট্রের ওপর জারি হতে পারে, সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, সেটাতে আমি কিছু মনে করব না।