নিউইয়র্কের বিভিন্ন স্থানে বার্ড ফ্লু শনাক্তের পর লাইভ পোল্ট্রি মার্কেট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রুকলিন, ব্রঙ্কস ও কুইন্সের লাইভ পোল্ট্রি মার্কেটে রুটিন পরিদর্শনের সময় সাতটি বার্ড ফ্লুর ঘটনা শনাক্ত হয়েছে। সংক্রমিত সব পাখি নিধন করা হবে বলে জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টির লাইভ পোল্ট্রি মার্কেটগুলোর ওপর প্রভাব ফেলবে। মার্কেটগুলো এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে এবং বিক্রেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যেন অবশিষ্ট মুরগি ও অন্যান্য পোল্ট্রি পণ্য বিক্রি করে দেয়। এরপর বাজারগুলো সম্পূর্ণভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করার পর পাঁচ দিন বন্ধ রাখা হবে।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল আশ্বস্ত করেছেন যে, বার্ড ফ্লু জনস্বাস্থ্যের জন্য বড় কোনো হুমকি সৃষ্টি করছে না। স্টেট কর্তৃপক্ষও নিশ্চিত করেছে নিউইয়র্কে এ পর্যন্ত কোনো মানবদেহে সংক্রমণের ঘটনা শনাক্ত হয়নি। আর সাধারণ জনগণের জন্য ঝুঁকি খুবই কম।
তবে সাম্প্রতিক মাসগুলোতে বার্ড ফ্লুর সংক্রমণ প্রাণিকুলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। মার্কিন কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রায় ৭ মিলিয়ন, ডিসেম্বরে ১৮ মিলিয়ন এবং জানুয়ারিতে ২৩ মিলিয়নেরও বেশি পাখি বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে।
এছাড়া, সম্প্রতি মার্কিন কৃষি দপ্তর ঘোষণা করেছে যে, প্রথমবারের মতো ডেইরি গরুর মধ্যেও বার্ড ফ্লুর একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। এটি মহামারির বিস্তারের দিক থেকে একটি নতুন দিক উন্মোচন করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাইভ পোল্ট্রি মার্কেট সাময়িকভাবে বন্ধ করা জরুরি, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায় এবং মানুষের ওপর এর সম্ভাব্য প্রভাব এড়ানো যায়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নাগরিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার এবং আক্রান্ত পাখি বা অসুস্থ প্রাণীর সংস্পর্শ এড়ানোর পরামর্শ দিয়েছেন।