ট্যাক্স রিটার্ন ফাইলকারীরা ক্রেডিট পাচ্ছেন ৭,৮৩০ ডলার

ডেস্ক রিপোর্ট
  ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৬

যুক্তরাষ্ট্রে স্বল্প ও মাঝারি আয়ের পরিবারগুলোর জন্য উল্লেখযোগ্য পরিমাণ কর ছাড় রয়েছে। তবে অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (আইআরএস)-এর তথ্যানুযায়ী যোগ্য করদাতাদের পাঁচজনের মধ্যে একজন প্রতি বছর এই কর সুবিধা গ্রহণ করতে ব্যর্থ হন। অর্জিত আয়কর ক্রেডিট বা আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট (ইআইটিসি) আইন অনুযায়ী কার্যকর করা হয়েছে। এটি ‘আর্থিকভাবে সংকটে থাকা অনেক পরিবারকে দারিদ্র্যের বাইরে তুলতে’ সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে আইআরএস। একজন করদাতার নির্ভরশীল সদস্যের সংখ্যা অনুযায়ী ২০২৪ সালের জন্য সর্বোচ্চ কর ক্রেডিট ৭,৮৩০ ডলার। আগের বছরে করদাতারা গড়ে ইআইটিসি পেয়েছিলেন ২,৭৪৩ ডলার।
ইআইটিসি পাওয়ার যোগ্য হতে হলে আপনার বিনিয়োগ আয় ১১,৬০০-এর কম হতে হবে এবং নির্দিষ্ট পরিমাণ আয়ের সীমার নিচে থাকতে হবে। যদি আপনি অবিবাহিত এবং সন্তান না থাকে তবে আপনার আয় ১৮,৫৯১ ডলার বা তার নিচে হতে হবে। যদি আপনি বিবাহিত হন এবং যৌথভাবে কর ফাইল করেন এবং আপনার তিন বা ততোধিক সন্তান থাকে তবে আপনার আয় ৬৬,৮১৯ ডলার বা তার কম হতে হবে। আপনার বৈবাহিক অবস্থা এবং নির্ভরশীল সদস্যের সংখ্যা অনুযায়ী আপনার পরিবার এই সুবিধার জন্য যোগ্য কিনা তা নির্ধারণ করতে আপনি অনলাইন ইআইটিসি অ্যাসিস্ট্যান্ট টুল ব্যবহার করতে পারেন।
আইআরএস তাদের একটি প্রোগ্রাম সম্প্রসারণ করেছে যা মানুষকে বিনামূল্যে সরাসরি সংস্থার মাধ্যমে কর ফাইল করার অনুমতি দেয়। ফেডারেল ডাইরেক্ট ফাইল প্রোগ্রাম যা করদাতাদের বাণিজ্যিক কর প্রস্তুতির সফটওয়্যার ব্যবহার না করেই কর হিসাব ও জমা দেওয়ার সুযোগ দিয়েছে।এখন ২৫টি রাজ্যে কার্যকর রয়েছে যা গত বছরের ১২টি রাজ্যের পরীক্ষামূলক প্রোগ্রামের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে কিছু নির্দিষ্ট রাজ্যের সাধারণ ডাব্লিউ-২ ফর্ম ব্যবহারকারী করদাতারা সরাসরি আইআরএস-এ তাদের রিটার্ন জমা দিতে পারেন। ২০২৪ সালে পরীক্ষামূলক প্রোগ্রামের অংশগ্রহণকারীরা মোট ৯০ মিলিয়ন ডলারেরও বেশি রিফান্ড দাবি করেছেন বলে আইআরএস গত অক্টোবর মাসে জানিয়েছেন।