উদ্বিগ্ন অর্থনৈতিক বিশেষজ্ঞরা

রেকর্ড উচ্চতায় আমেরিকানদের ক্রেডিট কার্ড ঋণ 

ডেস্ক রিপোর্ট
  ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৪

আমেরিকানদের পরিবারের ঋণের পরিমাণ সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যা এখন ১৮.০৪ ট্রিলিয়ন ডলার। এর মধ‍্যে রয়েছে ক্রেডিট কার্ড, মর্টগেজ, গাড়ির ঋণ এবং শিক্ষাঋণ। বৃহস্পতিবার নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষ তিন মাসে মোট ঋণ ৯৩ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, যার প্রায় অর্ধেকই নতুন ক্রেডিট কার্ড ঋণ।
বর্তমানে আমেরিকানদের মোট ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ ১.২১ ট্রিলিয়ন ডলার, যা এক নতুন রেকর্ড।
গবেষকরা জানান যে, উচ্চ সুদের হার ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ বাড়িয়ে তোলার অন্যতম কারণ। তবে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের গবেষকরা জানান যে, সাধারণত বছরের শেষে ক্রেতারা ছুটির কেনাকাটা করার ফলে ক্রেডিট কার্ডের ঋণ বৃদ্ধি পায়। তারা আশা করছেন যে, বছরের শুরুতে এই ঋণের পরিমাণ কমতে শুরু করবে, কারণ ক্রেতারা ধীরে ধীরে তাদের দেনা পরিশোধ করবেন। তবে, ঋণের পাশাপাশি আয়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে, যা অর্থনীতি স্থিতিশীলতার জন্য একটি ইতিবাচক ইঙ্গিত।
বর্তমানে আমেরিকানদের মোট অটো লোন ঋণের পরিমাণ প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, ঋণের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সুদের হারও বৃদ্ধি পাচ্ছে, যা ঋণ পরিশোধে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে ক্রেডিট কার্ড বিল পরিশোধে ব্যর্থ হওয়ার হার বৃদ্ধি পেয়েছে, যা খেলাপি ঋণের পরিমাণ বাড়িয়ে তুলছে।
নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের গবেষকদের মতে, মহামারির পর নতুন ও ব্যবহৃত গাড়ির উচ্চমূল্য অনেক আমেরিকানকে তাদের অটো ঋণ পরিশোধে পিছিয়ে দিয়েছে।
'যদিও মর্টগেজ ডেলিনকোয়েন্সি হার মহামারির আগের স্তরের কাছাকাছি রয়েছে, অটো লোনের ডেলিনকোয়েন্সি হার এখনও উচ্চ পর্যায়ে রয়েছে,' বলেছেন নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের অর্থনৈতিক গবেষণা উপদেষ্টা উইলবার্ট ভ্যান ডের ক্লাউ।
তিনি আরো বলেন, 'এই উচ্চ অটো লোন ডেলিনকোয়েন্সি হার সব ধরনের ক্রেডিট স্কোর ও আয়ের স্তরের ক্ষেত্রে বিস্তৃতভাবে দেখা যাচ্ছে।'
অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন যে, ক্রমবর্ধমান ঋণ ও উচ্চ সুদের হার ভবিষ্যতে সাধারণ জনগণের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।