ইউএসএআইডির বেশিরভাগ কর্মীই বরখাস্ত বা ছুটিতে

ডেস্ক রিপোর্ট
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অধিকাংশ কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো এবং শত শত কর্মীকে ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অর্থাৎ প্রায় ৪,২০০ কর্মীকে ছুটিতে পাঠানো হচ্ছে এবং কমপক্ষে ১,৬০০ কর্মীকে স্থায়ীভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউএসএআইডির হাজার হাজার কর্মী কমানোর প্রথম প্রচেষ্টা আইনি চ্যালেঞ্জের মুখে পড়ার কয়েক সপ্তাহ পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাকে সাময়িকভাবে স্থগিত করলেও, শুক্রবার তিনি রায় দেন যে এই স্থগিতাদেশ স্থায়ী হবে না। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ইউএসএআইডি সাম্প্রতিক ব্যয় সংকোচনের আগে প্রায় ১০ হাজার কর্মী নিয়োগ করেছিল।
রবিবার ইউএসএআইডির কর্মীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মিশন বা গুরুত্বপূর্ণ কাজ বা নেতৃত্বে থাকা নির্দিষ্ট কর্মীরা’ প্রশাসনিক ছুটির আওতার বাইরে থাকবেন।
এখনও স্পষ্ট নয় কতজন কর্মীকে সংস্থায় রাখা হবে। তবে ইউএসএআইডি পূর্বে ৬১১ জন কর্মীকে অপরিহার্য হিসেবে চিহ্নিত করেছিল। ইউএসএআইডির ওয়েবসাইট অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আরও ১,৬০০ কর্মী ছাঁটাই করা হবে।
এতে দেখা যাচ্ছে, প্রশাসনিক ছুটিতে থাকা এবং ছাঁটাই হওয়া ইউএসএআইডি কর্মীদের সংখ্যা কমপক্ষে ৫,৮০০, যা সংস্থার মোট কর্মীসংখ্যার অর্ধেকেরও বেশি।
এখনও নিশ্চিত নয় যে প্রশাসনিক ছুটিতে পাঠানো কর্মীদের পরবর্তীতে পুনরায় নিয়োগ দেওয়া হবে কিনা, নাকি তাদের স্থায়ীভাবে বাদ দেওয়া হবে।

ট্রাম্প প্রশাসন ফেডারেল কর্মী সংখ্যা কমানোর পাশাপাশি ব্যয় সংকোচনের নীতিতেও কাজ করছে, যা ইলন মাস্কের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
শনিবার ওয়াশিংটন ডিসির কাছে এক কনজারভেটিভ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, আমরা বামপন্থী প্রতারণার নামে পরিচিত ইউএসএআইডির কার্যক্রম কার্যকরভাবে বন্ধ করে দিয়েছি।
তিনি আরও জানান, সংস্থার নাম তার ভবন থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সেই জায়গায় এখন মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কর্মকর্তারা থাকবেন।
সিবিপি’র একজন মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন, সিবিপি ইউএসএআইডির টাওয়ারে প্রায় ৩ লাখ ৯০ হাজার বর্গফুট এলাকা দখল করার জন্য একটি লাইসেন্স চুক্তি স্বাক্ষর করেছে।
ট্রাম্প এবং মাস্ক দীর্ঘদিন ধরেই মার্কিন সরকারের বিদেশি ব্যয় নিয়ে সমালোচনা করে আসছেন এবং ইউএসএআইডি তাদের ক্ষোভের কেন্দ্রে পরিণত হয়েছে।
ট্রাম্প ও তার মিত্ররা ইউএসএআইডিকে অত্যধিক উদারপন্থি ও অপচয়কারী প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন।