ট্রাম্প প্রশাসনের অধীনে ৬ হাজার কর্মী ছাঁটাই করতে পারে আইআরএস

ডেস্ক রিপোর্ট
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪০

মার্কিন কর সংস্থা আইআরএস থেকে ছাঁটাই করা হবে প্রায় ৬ হাজার কর্মীকে। যা সংস্থাটির মোট কর্মীর ৬ শতাংশ। ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে রয়েছেন আইআরএস এজেন্ট, গ্রাহক সেবা কর্মী, কর বিরোধের আপিল শুনানিকারী বিশেষজ্ঞ এবং আইটি কর্মী। 
ট্রাম্প প্রশাসনের ফেডারেল ছাঁটাই মূলত নতুন কর্মীদের লক্ষ্য করে, যাদের চাকরির সুরক্ষা তুলনামূলকভাবে কম। তবে এসব ছাঁটাই যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের কর্মীদের ওপর প্রভাব ফেলবে বলে সূত্র জানিয়েছে। এই ছাঁটাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারী কর্মী কমানোর পরিকল্পনার অংশ, যা বিভিন্ন সরকারি বিভাগকে প্রভাবিত করছে। এর নেতৃত্ব দিচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
এদিকে, শ্রমিক সংগঠনগুলো ব্যাপক ছাঁটাই বন্ধ করতে মামলা করলেও, ওয়াশিংটনের এক ফেডারেল বিচারক গত বৃহস্পতিবার রায় দিয়েছেন যে ছাঁটাই প্রক্রিয়া আপাতত চালিয়ে যাওয়া যাবে।
আইআরএসের ট্যালেন্ট অ্যাকুইজিশন পরিচালক ক্রিস্টি আর্মস্ট্রং ছাঁটাইয়ের খবর জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এক কর্মী জানান, তিনি ফোন কলে ৬ হাজার সহকর্মীর চাকরি হারানোর বিষয়টি জানান এবং সবাইকে একে অপরকে সমর্থন করার আহ্বান জানান।
মোট ৬,৭০০ জন কর্মী ছাঁটাই হতে পারে বলে জানা গেছে 'রয়টার্স' সূত্রে। এই কর্মীরা মূলত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের সময় নিয়োগপ্রাপ্ত, যখন ধনী করদাতাদের ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। তবে রিপাবলিকানরা এই সম্প্রসারণের বিরোধিতা করেন, এটি সাধারণ নাগরিকদের হয়রানির কারণ হবে বলে দাবি করেন।
বাইডেন ২০২১ সালে দায়িত্ব নেওয়ার আগে আইআরএসে প্রায় ৮০ হাজার কর্মী ছিল, যা এখন বেড়ে প্রায় ১ লাখ হয়েছে। ইনডিপেনডেন্ট বাজেট বিশ্লেষকদের মতে, বাইডেনের অধীনে কর্মী সংখ্যা বৃদ্ধি সরকারের রাজস্ব বাড়াতে এবং ট্রিলিয়ন ডলারের বাজেট ঘাটতি কমাতে সহায়ক হতো।
পিটাসবার্গ বিশ্ববিদ্যালয়ের ট্যাক্স আইন অধ্যাপক এবং আইআরএসের সাবেক আইনজীবী ফিলিপ হ্যাকনি বলেন, 'এই ছাঁটাই নিশ্চিত করবে যে আইআরএস ধনী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেবল নিম্ন আয়ের মানুষের ওপরই নজর দেবে। এটা সত্যিই দুঃখজনক।'
এদিকে, ওয়াশিংটন পোস্টের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হোয়াইট হাউস ইউএস পোস্টাল সার্ভিসের নেতৃত্ব বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছে এবং স্বাধীন সংস্থাটিকে বাণিজ্য মন্ত্রনালয়ে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে।
হোয়াইট হাউস এখনো জানায়নি ২.৩ মিলিয়ন সিভিল সার্ভিস কর্মচারীর মধ্যে কতজন ছাঁটাই করা হবে, তবে গত সপ্তাহে প্রায় ৭৫ হাজার কর্মী স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেওয়ার অফার গ্রহণ করেছেন। এই ব্যাপক ছাঁটাই রিপাবলিকানদের আনন্দিত করেছে, কারণ তারা মনে করেন ফেডারেল কর্মীবাহিনী অতিরিক্ত, দুর্নীতিগ্রস্ত এবং ট্রাম্পের প্রতি অনুগত নয়। এছাড়া, বড় ব্যবসা নিয়ন্ত্রক সংস্থাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্পেসএক্স, টেসলা এবং নিউরালিংকের মতো মাস্কের কোম্পানিগুলোকে তদারকি করা সংস্থাগুলোও।
ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি, অ্যাডমিনিস্ট্রেশনের যে  স্বচালিত গাড়ি নিয়ন্ত্রণ করে(যা মাস্কের মতে টেসলার ভবিষ্যৎ) সেটিও তাদের প্রায় অর্ধেক কর্মী হারাচ্ছে বলে ওয়াশিংটন পোস্ট জানায়।
এদিকে, মাস্কের 'ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি' ইতোমধ্যে ৮.৫ বিলিয়ন ডলারের সরকারি চুক্তি বাতিল করেছে, যার মধ্যে বিদেশি সাহায্য, নানা প্রশিক্ষণ এবং ট্রাম্পের বিরোধিতাপ্রাপ্ত অন্যান্য কর্মসূচি অন্তর্ভুক্ত।
ট্রাম্প ও মাস্ক উভয়ই ৬.৭ ট্রিলিয়ন ডলারের ফেডারেল বাজেট থেকে অন্তত ১ ট্রিলিয়ন ডলার কমানোর লক্ষ্য ঠিক করেছেন, যদিও ট্রাম্প বলেছেন তিনি জনপ্রিয় সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোতে হাত দেবেন না, যা মোট বাজেটের এক-তৃতীয়াংশের বেশি।
ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্প সংবিধান লঙ্ঘন করছেন এবং গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিগুলো বন্ধ করে মধ্যবিত্ত পরিবারগুলোর ক্ষতি করছেন। একটি রয়টার্স ইপসোস জরিপ অনুসারে, বেশিরভাগ আমেরিকান এই ব্যয় সংকোচন নিয়ে উদ্বিগ্ন, কারণ এটি সরকারি পরিষেবার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অনেক সংস্থা ট্রাম্পের দ্রুত পরিবর্তনশীল নীতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে। পারমাণবিক অস্ত্র তদারকির দায়িত্বে থাকা কর্মীদের প্রথমে বরখাস্ত করা হয়, পরে আবার নিয়োগ দেওয়া হয়, এবং ট্রাম্পের বিদেশি সাহায্য স্থগিত রাখার কারণে ওষুধ ও খাদ্য রপ্তানি গুদামেই আটকে রয়েছে।
তবে আইআরএস এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। ট‍্যাক্স ফাইলিং মৌসুমের মাঝামাঝি থাকায় সংস্থাটি অন্যান্য সংস্থার তুলনায় ছাঁটাইয়ের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করছে। এপ্রিল ১৫-এর মধ্যে ১৪০ মিলিয়নের বেশি রিটার্ন প্রক্রিয়া করার লক্ষ্যে সংস্থাটি গুরুত্বপূর্ণ কিছু কর্মীকে কাজে বহাল রাখবে বলে একটি সূত্র জানিয়েছে।