নিউইয়র্ক সিটি শুধুমাত্র একটি শহর নয়, এটি একটি বৃহৎ স্বপ্নের জায়গা যেখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা মানুষ একসঙ্গে জীবন গড়ছে। সিটি মেয়র এরিক অ্যাডামস সম্প্রতি এই বার্তা দিয়েছেন, যেখানে তিনি শহরের বৈচিত্র্য, উদ্ভাবনী শক্তি এবং একতার মাধ্যমে সংকট মোকাবেলার কথা তুলে ধরেন।
মেয়র এরিক অ্যাডামস বলেন, "নিউইয়র্ক সিটি এমন একটি স্থান যেখানে প্রতিটি নাগরিকের সম্মান ও সহযোগিতা আমাদের শক্তি। শহরের প্রতিটি সদস্য এই অগ্রগতির অংশ, এবং একে অপরের প্রতি সহানুভূতির মধ্যেই আমরা শক্তিশালী।"
এছাড়া, তিনি আরও বলেন, "বর্তমান সময়ে অনেক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমাদের শহরের সরকার এবং হাজার হাজার সরকারি কর্মচারী আপনাদের পাশে রয়েছে, এবং আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।"
শহরের অভিবাসী সম্প্রদায়ের জন্য মেয়র বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি এমওআইএ-এর ওয়েবসাইটে অভিবাসীদের প্রয়োজনীয় সহায়তা পেতে আহ্বান জানিয়েছেন, যেখানে তারা নিজেদের অধিকার সম্পর্কে জানতে পারবেন।
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে একটি অন্তর্ভুক্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে, যা তরুণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। এর পাশাপাশি, ১৪ থেকে ২৪ বছর বয়সী যুবকদের জন্য 'সামার ইউথ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম' চালু করা হয়েছে, যেখানে তারা বেতনের বিনিময়ে কাজের সুযোগ পাচ্ছে।
মেয়র অ্যাডামস্ স্বাস্থ্যসেবার বিষয়েও গুরুত্ব দিয়েছেন এবং শহরের সকল নাগরিককে টিকা গ্রহণের জন্য উৎসাহিত করেছেন। তিনি জানিয়েছেন, সকল বয়সী নিউইয়র্কবাসী কোভিড-১৯, ফ্লু, পোলিও, হাম সহ অন্যান্য রোগের টিকা কম খরচে বা বিনামূল্যে গ্রহণ করতে পারবেন।
নারীদের স্বাস্থ্যসেবার জন্য মেয়র বিশেষভাবে নিরাপদ এবং গোপনীয় গর্ভপাত পরিষেবা প্রদান করার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি, মানসিক স্বাস্থ্যের সুস্থতার জন্য ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোরদের জন্য বিনামূল্যে অনলাইন থেরাপির সুবিধা প্রদান করছে শহর।
মেয়র অ্যাডামস্ আরও বলেন, "নিউইয়র্ক সিটিতে বৈষম্য আইনত নিষিদ্ধ। এখানে সবাই একে অপরকে সম্মান করতে শিখে, আর আমরা বিশ্বাস করি, আমাদের শহর বিশ্বের এক আশার বাতিঘর।"
নিউইয়র্ক সিটি তার একতা, বৈচিত্র্য এবং সহানুভূতির মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।