প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ইলন মাস্কের নেতৃত্বে নতুনভাবে গঠিত 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি' কর্তৃক ব্যাপক হারে ছাঁটাই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত অনেক কর্মীই নিজেদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার মেরিল্যান্ডে এক চাকরি মেলায় উপস্থিত ছিলেন বর্তমান এবং সম্প্রতি বরখাস্ত হওয়া ফেডারেল কর্মীরা। তারা নতুন কর্মসংস্থানের সন্ধানে এসেছিলেন।
ড্যানিয়েল লেকি, যিনি আগে জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশনের ঐতিহাসিক সংরক্ষণ বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন, ফেব্রুয়ারিতে তার চাকরি হারিয়েছেন। মাত্র এক দিন পরই তিনি তার প্রবেশন পিরিয়ড সম্পন্ন করতে পারতেন, কিন্তু তার আগেই চাকরি হারিয়ে তিনি ও তার পরিবার চরম দুশ্চিন্তায় পড়েছেন। তিনি তার স্ত্রী ও ছয় মাস বয়সী শিশুকে সঙ্গে নিয়ে চাকরি মেলায় অংশ নেন।
'আমরা এখন ভীষণ আতঙ্কিত এবং মরিয়া হয়ে নতুন কাজ খুঁজছি, যেন মাথার ওপর ছাদ থাকে ও আমাদের ছোট্ট সন্তানকে খাওয়াতে পারি,' তিনি এবিসি নিউজকে বলেন।
লেকি ও তার স্ত্রী জেনিফার হোপকিন্স সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন এবং প্রথম কিস্তির অর্থ পরিশোধ করেছেন। পাশাপাশি তিনি পাবলিক সার্ভিস লোন ফরগিভনেস প্রোগ্রামের শর্ত প্রায় পূরণ করে ফেলেছিলেন, যা তাকে ৮০,০০০ ডলারের ঋণ মওকুফের সুযোগ করে দিত। তিনি বলেন 'আমরা আর্থিক পরিকল্পনা করেছিলাম চাকরি, ঋণ মওকুফ ও ভবিষ্যৎ কর্মজীবনের ওপর ভিত্তি করে। কিন্তু এখন সব কিছু অনিশ্চিত হয়ে পড়েছে।'
উইলিয়াম ডিক্সন, যিনি ফেডারেল সরকারে ২৩ বছর কাজ করেছেন, এবিসি নিউজকে বলেন যে এই ছাঁটাই প্রবীণ কর্মীদের জন্য একটি প্রচণ্ড আঘাত। 'আমরা এত ত্যাগ স্বীকার করেছি, অথচ এখন আমাদের যেন কোনো মূল্যই নেই, আমাদের অস্তিত্বই গণনা করা হচ্ছে না,' তিনি বলেন।
ডিক্সন যুক্তরাষ্ট্রের আর্মি কর্পস অব ইঞ্জিনিয়ার্সের লজিস্টিক্স বিভাগে কাজ করেন, তবে তিনি ও তার স্ত্রী—যিনি পেন্টাগনে কর্মরত—যেকোনো দিন চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। কারণ প্রতিরক্ষা বিভাগ ব্যাপক ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
ডিক্সন জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে একটি ইমেইল পেয়েছেন, যেখানে তাদের গত সপ্তাহে সম্পন্ন করা কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে। তবে তাদের সুপারভাইজারদের পরামর্শ অনুযায়ী তারা এখনো এর জবাব দেননি।
তবে, ডিক্সন মাস্ক ও ট্রাম্পের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। বার্তায় বলা হয়, 'থামুন। আপনারা পরিবারগুলোর ক্ষতি করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন। প্রত্যেকে তাদের পরিবারের যত্ন নেওয়ার জন্য, অবসরকালীন নিরাপত্তার জন্য, এবং তাদের ছোটদের দেখাশোনার জন্য বেতনের ওপর নির্ভর করে। আপনারা—পুরো জাতি ও তাদের পরিবারগুলোর ক্ষতি করছেন। বর্তমানে এটাই আপনারা করছেন।'
বিশ্লেষকরা বলছেন, এই ব্যাপক ছাঁটাইয়ের ফলে যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে ফেডারেল কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় এই অঞ্চলের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।এই ছাঁটাইয়ের রাজনৈতিক প্রভাবও পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন ভার্জিনিয়া গভর্নর নির্বাচনে এই ইস্যুটি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ফেডারেল কর্মীদের ছাঁটাই এখন একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এখন ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে চরম অনিশ্চয়তার মুখোমুখি,আর অর্থনৈতিক নিরাপত্তার অভাবে হাজারো পরিবার গভীর দুশ্চিন্তায় পড়েছে।
২২২২২
হামাসকে পাশ কাটিয়ে গাজায় আন্তর্জাতিক প্রশাসন স্থাপনের প্রস্তাব মিশরের
ডেস্ক রিপোর্ট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শাসনের উচ্চাকাঙ্ক্ষার বিরুদ্ধে মিশর একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে। এই পরিকল্পনায় গাজায় হামাসকে পাশ কাটিয়ে আন্তর্জাতিক সমর্থনে অন্তর্বর্তীকালীন প্রশাসন স্থাপন করা হবে। মিশরের প্রস্তাব অনুযায়ী, আরব, মুসলিম এবং পশ্চিমা রাষ্ট্রগুলির সহযোগিতায় গাজার পুনর্গঠন এবং মানবিক সহায়তা প্রদান করতে একটি গভর্নেন্স অ্যাসিস্ট্যান্স মিশন পরিচালিত হবে।
মিশরের প্রস্তাবিত পরিকল্পনায় গাজার শাসনব্যবস্থার দায়িত্ব হামাসের হাতে না দিয়ে একটি আন্তর্জাতিক প্রশাসন স্থাপন করা হবে। এই প্রশাসন গাজার পুনর্গঠন, মানবিক সহায়তা প্রদান এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে কাজ করবে। তবে, হামাস এই পরিকল্পনাকে প্রত্যাখ্যান করে বলেছে। তারা বলছে, গাজার পরবর্তী দিনের সিদ্ধান্ত শুধুমাত্র ফিলিস্তিনিদের দ্বারা নেওয়া উচিত এবং কোন বিদেশী বাহিনী বা অ-ফিলিস্তিনি প্রশাসন গাজার উপর শাসন চালাতে পারবে না।
জানা গেছে, এই প্রস্তাব আরব লীগ শীর্ষ সম্মেলনে মিশরের এই পরিকল্পনা উপস্থাপন করা হবে। তবে এটি স্পষ্ট নয় যে গাজায় এই পরিকল্পনা বাস্তবায়িত হলে হামাসের সাথে সমঝোতা হবে কি না। মিশরীয় খসড়ায় গাজার প্রশাসনিক কর্তৃত্ব সম্পর্কে স্পষ্ট কোন বিবরণ নেই। তবে পরিকল্পনায় গাজার পুনর্গঠন ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক বাহিনী স্থাপন করার প্রস্তাব রয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, হামাস গাজা শাসন চালিয়ে যেতে পারবে না।
মিশর মূলত এমন প্রস্তাবের মাধ্যমে গাজার শাসন ব্যবস্থার পরিবর্তন এবং আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছে। যা গাজার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। তবে এখন দেখার বিষয় হামাস এই সদ্ধিান্ত মানে কি-না।