জেডি ভ্যান্সের মন্তব্যের অগ্নিঝরা সমালোচনা বৃটিশ এমপিদের

ডেস্ক রিপোর্ট
  ০৫ মার্চ ২০২৫, ১৪:৩৭

ইউক্রেনে অ্যাঙ্গলো-ফ্রেঞ্চ সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করে বৃটিশ এমপিদের তোপের মুখে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি মারাত্মকভাবে অকৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন বৃটিশ এমপিরা। জেডি ভ্যান্সকে একজন ‘ক্লাউন’ বা সঙ অভিহিত করেছেন কনজার্ভেটিভ পার্টির সশস্ত্র বাহিনী বিষয়ক সাবেক মন্ত্রী জনি মারচার। তবে তিনি এখন এমপি নেই। ওদিকে কনজার্ভেটিভ পার্টির এমপি বেন জেকটি বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন এই ভাইস প্রেসিডেন্ট আমাদের সার্ভিসখাতের যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি অসম্মান দেখিয়েছেন। তার এ মন্তব্য গ্রহণযোগ্য নয়। ওদিকে লিবারেল ডেমোক্রেটরা বলেছেন, ওয়াশিংটনে বৃটেনের রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের উচিত জেডি ভ্যান্সকে ক্ষমা চাইতে বলা। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। এতে বলা হয়, বৃটেন, ফ্রান্স মিলে ইউক্রেন সেনা মোতায়েনের একটি প্রস্তাব দিয়েছে। তার প্রতিক্রিয়া দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইউক্রেনে তারা ২০ হাজার সেনা পাঠাতে চেয়েছে এমন সব দেশ থেকে, যাদের গত ৩০ অথবা ৪০ বছর ধরে কোনো যুদ্ধ করেনি। তার এমন মন্তব্যে ক্ষোভ দেখা দিয়েছে বৃটেনের প্রতিরক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী এবং অন্য এমপিদের মধ্যে। এর আগে ডাউনিং স্ট্রিট বলেছে, ইউক্রেনে একটি শান্তি পরিকল্পনা নিয়ে বৃটিশ প্রচেষ্টার বিষয়ে সোমবার রাতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ডেডি ভ্যান্স অন্য দেশগুলোর শান্তি প্রচেষ্টা নিয়ে অযথা গা চুলকান। তাকে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান বেশি কথা বলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে। জেডি ভ্যান্স বলেন, প্রস্তাবিত একটি খনিজ চুক্তিতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অধিক অর্থনৈতিক স্বার্থ থাকবে। এইভাবে এলোমেলো কিছু দেশ থেকে ২০ হাজার সেনা, যারা গত ৩০ বা ৪০ বছর কোনো যুদ্ধই করেনি, তাদেরকে মোতায়েন করার চেয়ে নিরাপত্তা নিশ্চয়তা হবে উত্তম। তবে বৃটেনের বেশির ভাগ রাজনীতিক একমত যে, যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিত হতে একটি শান্তিচুক্তি প্রয়োজন হবে। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাদের পাশাপাশি যুদ্ধ করেছে বৃটিশ সেনারা। কিন্তু জেডি ভ্যান্সের মন্তব্যে তাদের সেই ভূমিকাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এতেই ক্ষোভ দেখা দিয়েছে। বিরোধী কনজার্ভেটিভ দলের ছায়া প্রতিরক্ষামন্ত্রী জেমস কার্টরিজ বলেন, বৃটেন এবং ফ্রান্স তাদের (যুক্তরাষ্ট্র) সহায়তা করেছে। আফগানিস্তানে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এমনকি আমার নিজের ভাইও ছিলেন তার মধ্যে। পার্লামেন্টের বর্তমান ও অতীতের অনেক সদস্যও ছিলেন। এসব সেবা এবং আত্মত্যাগকে উপেক্ষা করা গভীরভাবে অসম্মানজনক। তবে মঙ্গলবার ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্রের নয় এমন শান্তিরক্ষী হিসেবে যুদ্ধের সামনের সারিতে থাকা সত্ত্বেও তিনি বৃটেন অথবা ফ্রান্সের উদ্ধৃতি দিয়েছেন এমন কথা বলা উদ্ভটভাবে অন্যায়। তিনি বলেন, আমি তো বৃটেন বা ফ্রান্সের নাম উল্লেখ করিনি। তারা গত ২০ বছর যুক্তরাষ্ট্রের পাশাপাশি আমাদের সঙ্গে সাহসের সাথে লড়াই করেছে। ওদিকে জেডি ভ্যান্সের প্রাথমিক মন্তব্যের বিষয়ে স্টারমারের অফিসের মুখপাত্র সরাসরি কোনো মন্তব্য করেননি।