মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ডেস্ক রিপোর্ট
  ০৯ মার্চ ২০২৫, ১৫:২৪

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বাতিল করা হবে কি-না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মার্কিন জেলা বিচারক ডেল ই. হো। শুক্রবার (৭ মার্চ ) এই বিষয়ে লিখিত যুক্তি উপস্থাপনের শেষ সময়সীমা থাকলেও বিচারক কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত দেননি।
এরিক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ, তিনি ব্রুকলিন বরো প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তুরস্কের এক সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের কাছ থেকে ১ লাখ ডলারের বেশি অবৈধ নির্বাচনী অনুদান ও ভ্রমণ সুবিধা গ্রহণ করেছিলেন। অ্যাডামস এই অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
বিচারক হো নিরপেক্ষ সিদ্ধান্ত গ্রহণের জন্য সাবেক মার্কিন সলিসিটর জেনারেল পল ক্লিমেন্টকে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য নিয়োগ করেছেন। বিচারক মামলাটি বাতিলের বিষয়ে বিচার বিভাগ ও অ্যাডামসের আইনজীবীদের লিখিত বক্তব্য পর্যালোচনা করবেন এবং পরবর্তীতে মৌখিক শুনানির সম্ভাবনা রয়েছে।
মার্কিন বিচার বিভাগ মামলাটি বাতিলের অনুরোধ জানিয়েছে, কারণ তারা মনে করে এই মামলা অ্যাডামসের প্রশাসনিক কার্যক্রম, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা ও অভিবাসন নীতি বাস্তবায়নে তার ভূমিকা বাধাগ্রস্ত করতে পারে। তবে, বিচার বিভাগের এই সিদ্ধান্তের ফলে সংস্থাটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, এটি ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অ্যাডামসের সহযোগিতা পাওয়ার জন্য একটি রাজনৈতিক কৌশল হতে পারে।
এদিকে, নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল মেয়র অ্যাডামসকে দায়িত্ব থেকে অপসারণের বিষয়টি বিবেচনা করছেন, কারণ মামলার পাশাপাশি তার চারজন শীর্ষ সহযোগীও সম্প্রতি পদত্যাগ করেছেন।
অ্যাডামসের বিচার আগামী ২১ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে, তবে বিচারক হো’র চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত মামলাটি স্থগিত থাকবে।