ইলন মাস্কের কোম্পানি থেকে গাড়ি কিনলেন ট্রাম্প

ইলন মাস্কের কোম্পানি থেকে গাড়ি কিনলেন ট্রাম্প
  ১২ মার্চ ২০২৫, ১৫:০৪
আপডেট  : ১২ মার্চ ২০২৫, ১৫:৪৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি উজ্জ্বল লাল রঙের টেসলা মডেল এস কিনেছেন। সেখানে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক উপস্থিত ছিলেন। এ সময় তিনি ইলন মাস্ককে দেশপ্রেমিক হিসেবে উল্লেখ করেন।
হোয়াইট হাউজের দক্ষিণ লেনে পাঁচটি টেসলা গাড়ি আনা হয়েছিল। এ সময় জায়গাটি কার্যত অস্থায়ী গাড়ির শোরুমে পরিণত হয়।
জানা গেছে, ট্রাম্প যে গাড়িটি কিনেছেন তার দাম প্রায় ৮০ হাজার ডলার। যদিও নিরাপত্তা প্রটোকল অনুযায়ী ট্রাম্প নিজে কখনও এই গাড়ি চালাতে পারবেন না।
প্রেসিডেন্ট বলেন, এই টেসলাটি হোয়াইট হাউজের কর্মীদের ব্যবহারের জন্য রাখা হবে। হাসতে হাসতে মাস্ক বলেন, প্রেসিডেন্টের ক্রেডিট স্কোর ভালো, আমি আত্মবিশ্বাসী যে চেক ক্লিয়ার হয়ে যাবে।

ইলন মাস্কের টেসলার শেয়ারের দাম এক ধাক্কায় ১৫ শতাংশ কমে যায় গত সোমবার। ট্রাম্পের নীতিতে হতভম্ব বিনিয়োগকারীরা শেয়ার বাজার থেকে নিজেদের বিনিয়োগ তুলে নিচ্ছেন। এই শেয়ার বিক্রির হিড়িকের জেরে পতন জারি আছে মার্কিন শেয়ার বাজারে। আর ট্রাম্প সরকারের নীতির সঙ্গে অনেকাংশেই জড়িয়ে ইলন মাস্ক নিজে। এই সবের মাঝে মাস্কের সংস্থার শেয়ারের দাম পড়ছে হু হু করে।
২০২০ সালের পরে টেসলার শেয়ার একদিনে এতটা পড়েনি। তবে ট্রাম্প টেসলা কেনার পরই সংস্থার শেয়ারের দাম ৩ দশমিক ৭৯ শতাংশ ওঠে।
এর আগে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর টেসলার শেয়ারের দাম সর্বোচ্চ ৪৭৯ ডলারে পৌঁছে গিয়েছিল। বর্তমানে সেই সর্বোচ্চ রেটের থেকে প্রায় ৫০ শতাংশ নিচে নেমেছে। এদিকে মাস্কের নিজের সম্পত্তিও কমেছে। যদিও এখনও তিনিই বিশ্বের ধনীতম ব্যক্তি। অন্যদিকে টেসলাকে কড়া টক্কর দিচ্ছে চীনা কোম্পানি বিওয়াইডি। এদিকে ভারতের মুম্বইতে টেসলা নিজেদের প্রথম শোরুম খোলার পথে হেঁটেছে।

সূত্র: এনডিটিভি, দ্য হিন্দুস্তান টাইমস