মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নারীর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, "নারী হলেন এমন একজন যিনি নির্দিষ্ট পরিস্থিতিতে সন্তান জন্ম দিতে পারেন।"
এ সময় তিনি ট্রান্সজেন্ডার নারী অ্যাথলেটদের প্রতি ডেমোক্র্যাটদের সমর্থন বজায় রাখার প্রত্যাশা প্রকাশ করে মন্তব্য করেন, "ডেমোক্র্যাটরা আর কখনো নির্বাচনে জিততে পারবে না।"
শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক যখন তাকে নারীর সংজ্ঞা জিজ্ঞাসা করেন, ট্রাম্প উত্তর দেন, "এটা আমার জন্য সহজ। নারী হলেন এমন একজন যিনি নির্দিষ্ট শর্তে সন্তান ধারণ করতে পারেন।"
তিনি যোগ করেন, "নারীদের একটি বিশেষ গুণ আছে," এবং হাস্যরসের সঙ্গে বলেন, "নারী হলেন এমন একজন ব্যক্তি যিনি পুরুষদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। আমি সবসময় দেখেছি, নারীরা পুরুষদের সাফল্যের সুযোগই দেন না। আর নারীরা এমন ব্যক্তি যাদের অনেক ক্ষেত্রে খারাপভাবে আচরণ করা হয়েছে।"
ট্রাম্প নারীদের ক্রীড়া ইভেন্টে ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের তীব্র সমালোচনা করে বলেন, "এটা একেবারেই হাস্যকর এবং নারীদের জন্য অন্যায্য ও অসম্মানজনক।"
তিনি আরও বলেন, "আমি আশা করি ডেমোক্র্যাটরা ট্রান্সজেন্ডারদের ক্রীড়ায় অংশগ্রহণের সমর্থন চালিয়ে যাবে, কারণ তাহলে তারা ভবিষ্যতে কখনোই নির্বাচনে জিততে পারবে না। এটা তাদের জন্য বড় ধরনের বিপদ।"
বক্তব্য শেষে ট্রাম্প নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "নারীরা অবিশ্বাস্য রকমের প্রতিভাবান যারা আমাদের দেশের জন্য অগ্রগতিতে বিশাল ভূমিকা রাখেন। আমরা আমাদের নারীদের ভালোবাসি এবং তাদের যত্ন নেব।"
ট্রাম্পের এই মন্তব্য সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে লিঙ্গ পরিচয় ও ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিতে পারে। তাঁর এই বক্তব্য রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির বিরুদ্ধে সরাসরি প্রোপাগান্ডা হিসেবে দেখা হচ্ছে।