ম্যানহাটান থেকে কুইন্সে যাতায়তের অন্যতম নির্ভরযোগ্য বাহন সেভেন ট্রেনে একটি দুর্ঘটনার জের ধরে তা মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এই দুর্ঘটনাটি ঘটে। সেখানে এক ব্যক্তি সেভেন ট্রেনের ধাক্কায় আহত হওয়ার পর ৩৩ স্ট্রিট- রসন স্ট্রিট থেকে ৭৪-স্ট্রিট-ব্রডওয়ে পর্যন্ত সেভেন ট্রেনের চলাচল বন্ধ করা হয়। আঘাতপ্রাপ্ত ব্যক্তির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
জরুরি সেবা বিভাগের কর্মীরা ঘটনা স্থলে ছুটে যান। পরে ট্রেনের যাত্রা ম্যানহাটন থেকে রসন স্ট্রিট পর্যন্ত ও ফ্লাশিং থেকে ব্রডওয়ে পর্যন্ত সীমিত করা হয়। বিকল্প ট্রেন হিসেবে ই/এফ/আর ট্রেন ব্যবহারের জন্য বলা হয়েছে। এন/ডব্লিউ ট্রেনও ব্যবহার করতে পারবেন প্রযোজ্য ক্ষেত্রে।
এ নিয়ে পরপর দুই দিন সেভেন ট্রেনের যাত্রা বিঘ্নিত হলো। এর আগে সোমবার সকালে জরুরি নির্মাণ কাজে সেভেন ট্রেন লাইনের বেশ খানিকটা বন্ধ রাখে। আর পূর্বঘোষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে এই সাড়াইয়ের কাজ চলে। এবং যাত্রীরা বিপাকে পড়ে।