নিউইয়র্কে হেট ক্রাইম বাড়ছেই

ডেস্ক রিপোর্ট
  ২৬ অক্টোবর ২০২৩, ১৪:৪৫

হেট ক্রাইমস বাড়ছে নিউইয়র্কে। ইসরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে হঠাৎই সিটিতে এই ধরনের প্রতিহিংসামূলক অপরাধ প্রবনতা বাড়ার কথা জানিয়েছে এনওয়াইপিডি। গেলো সপ্তাহে ৫১টি হেট ক্রাইম রিপোর্টেড হয়েছে পুলিশের দফতরে। হেট ক্রাইম টাস্ক ফোর্স এই ধরনের অপরাধ দমনে সক্রিয় রয়েছে। তবে এনওয়াইপিডি মনে করে, বিষয়টি তারা নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে।
মঙ্গলবার পুলিশের হেফাজতে আনা হয়েছে ২৮ বছর বয়ষ্ক ক্রিস্টোফার ডি অগুয়ের নামের এক ব্যক্তিকে। অভিযোগ ২৯ বছর বয়সী এক নারীকে জুইস হওয়ার কারণে মাথার ওপর ঘুষি মেরেছেন ক্রিস্টোফার। তেমনি ১৬ বছর বয়সী এক কিশোরী হিজাব পরে সাবওয়েতে উঠলে তারা হিজাব ধরে টান মারার কারণে পুলিশ আটক করেছে আরেক ব্যক্তিকে।
এনওয়াইপিডি জানায়, তাদের কাছে রিপোর্টেড হেট ক্রাইমগুলোর মধ্যে ৩০টি ইহুদি বিরোধী। ৪টি হেট ক্রাইম জাতিগত দ্বন্দ্বে জের। তবে সবগুলো ঘটনাই কোনো না কোনো ভাবে ইসরায়েল-হামাস যুদ্ধের সাথে সম্পর্কিত।