যুক্তরাষ্ট্রে ১৮ জন হত্যাকারীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৩, ০১:০৩

যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে গত বুধবার বন্দুকধারীর গুলিতে ১৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। এরপর সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে গত দুইদিন ধরে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। আজ শনিবার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সংরক্ষিত সেনাদের মধ্যে একজন। ৪০ বছর বয়সী রবার্ট কার্ডের মরদেহ স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটে উদ্ধার করা হয় বলে জানিয়েছে মেইনের পাবলিক সেইফটি কমিশনার মাইক সসুক।ধারণা করা হচ্ছে, কার্ড নিজেই নিজেকে গুলি করা আত্মহত্যা করেছেন। 
এর আগে গত বৃহস্পতিবার রাতে বোডোইনে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এই বাড়িটি হামলাস্থল লিউয়িসটন থেকে ২০ মিনিটের গাড়ি চালানোর পথ। এর আগের দিন রাতে লিউয়িসটনে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তারা বেশ কয়েকটি গ্রেপ্তারি পরোয়ানার আওতায় তাকে খুঁজেছে। অভিযানের সময় ঘটনাস্থলে বেশ কয়েকটি বড় আওয়াজ শোনা যায় এবং পুলিশ চেঁচিয়ে তাকে আত্মসমর্পণ করতে বলেছিল। 
এর আগে পুলিশের কর্নেল বলেন, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাতটার আগে আগে ছোট শহর লিউইসটনে একটি বোলিং খেলার স্থানে গুলির ঘটনার সূত্রপাত হয়। সেখানে এক নারী এবং ছয় জন পুরুষ নিহত হয়। এর মাত্র ১০ মিনিটের মধ্যে কাছের শেমেনজিস বার এন্ড গ্রিল নামে একটি রেস্তোরাঁয় গুলির ঘটনা ঘটে। এতে আরো আট জন ব্যক্তি নিহত হন। আহত ১৬ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। যাদের মধ্যে তিন জন পরে মারা যান।