জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র দেশের রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতেও। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের সামনে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
সোমবার (৩০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন হোয়াইট হাউসের সামনে।
এসময় নেতা কর্মীরা বলেন, বিএনপি-জামায়াত আন্দোলনের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিপরীতে আওয়ামী লীগের রাজনীতি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার রাজনীতি।
আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় যুক্তরাষ্ট্রের সহায়তা চান তারা।
তারা বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের পুরানো খেলায় মেতে উঠেছে। শুরু করেছে হত্যার রাজনীতি। আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে।