নিউইয়র্কের রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি নির্বাচিত

ডেস্ক রিপোর্ট
  ০২ নভেম্বর ২০২৩, ১২:৪৫

২০২৩ সালে নিউইয়র্কের রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি কোনটা হবে তা এরই মধ্যে নির্বাচন হয়ে গেছে। রকফেলার সেন্টারের অফিসিয়াল ইনস্টাগ্রামে তা পোস্ট করা হয়েছে। বলা হয়েছে এবারের ক্রিসমাস ট্রি হবে ৮০ ফুট উঁচু। সেটি সংগ্রহ করা হবে নিউইয়র্কের ব্রুমি কাউন্টির বিংহ্যামটনের ছোট্ট শহর ভেস্টাল থেকে।
কয়েক দিনের মধ্যেই গাছটি কেটে আনা হবে এবং এবং ম্যানহাটনে সেটি পৌঁছবে ১১ নভেম্বর।
পরে সেটি রকফেলার সেন্টারে বসানো হবে আর সাজানো লক্ষ লক্ষ এলইডি লাইট ও তারা বাতি দিয়ে। এ বছর রকফেলার সেন্টারের ক্রিস্টমাস লাইটিং সেরিমনি আয়োজন করা হবে ২৯ নভেম্বর।
ম্যানহাটনের কেন্দ্রস্থলে এই রকফেলার সেন্টারে বসানো ক্রিসমাস ট্রি নিয়ে নিউইয়র্কারদেরই কেবল আগ্রহ থাকে তা নয়, এটি দেখতে ভিড় করেন অনেক পর্যটকও।