যুক্তরাষ্ট্রের মিশিগানে ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরে মিশিগান স্টেটের হ্যামট্রামেক সিটিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিটি শহরের জোসেফ ক্যাম্পাউ এভিনিউয়ের ভেটেরান্স মেমোরিয়াল পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হ্যামট্রামেক সিটি হলের সামনে শেষ হয়। এপিআই ভোট মিশিগানের পরিচালক রেবেকা ইসলাম এবং কাউন্সিলর খলিল রেফাইয়ের পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন হ্যামট্রামেক সিটির মেয়র আমের গালিব। সমাবেশে উপস্থিত ছিলেন কাউন্সিলর কামরুল হাসান, কাউন্সিলর নাইম চৌধুরী, কাউন্সিলর আবু মুসা, কাউন্সিলর মুহিত মাহমুদসহ অন্যান্য অফিসিয়াল ডেলিগেটরা।
এ সময় তারা অবিলম্বে ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধের দাবি জানান এবং প্রেসিডেন্ট জো বাইডেনের বর্তমান ভূমিকা নিয়ে সমালোচনা করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন আমেরিকান, বাংলাদেশি, ইয়েমেনি, পাকিস্তানি, ফিলিস্তিনিসহ কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।