নিউইয়র্কে ভাড়া না পেয়ে ক্ষুব্ধ বাড়িওয়ালা

নিজ বাড়িতে আগুন লাগিয়ে গ্রেফতার হলেন বাংলাদেশি 

ডেস্ক রিপোর্ট
  ০৬ নভেম্বর ২০২৩, ১৩:২৬

নিউইয়র্ক সিটির ওজনপার্ক এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়ারা ভাড়া না দেয়ায় ক্ষুদ্ধ হয়ে বাড়ির মালিক নিজেই ঐ বাড়িতে আগুন লাগিয়েছেন এমন অভিযোগ উঠেছে। রফিকুল ইসলাম নামে ওই প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে নিউইয়র্ক পুলিশ।
তার বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের পাশাপাশি হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
এনওয়াইপিডি জানায়, বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার সময় তার ভেতরে দুই জন প্রাপ্তবয়স্ক এবং ছয়টি শিশু অবস্থান করছিলো। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের তড়িৎ ব্যবস্থায় অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনটি নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
খবরে বলা হয়েছে ব্রুকলীনের ওজনপার্ক এলাকার ফরবেল স্ট্রীটে গত ৩ নভেম্বর শুক্রবার এই ঘটনা ঘটে। দুই ফ্যামিলি বিশিষ্ট বাড়িটির দ্বিতীয় তলার ভাড়াটিয়া গত ২ বছর ধরে ভাড়া দিচ্ছিলেন না এবং বাড়ি থেকে যেতে বা বাড়িটি ছেড়ে দিতে অস্বীকার করে আসছিলেন এমন অভিযোগ রয়েছে। আর সে কারণেই বাড়ির মালিক রফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ওজনপার্কের ঐ বাসার অভ্যন্তরীণ সিঁড়িতে আগুন ধরিয়ে দেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নিকান্ডের সময় বাড়িতে দুই প্রাপ্তবয়স্ক এবং ছয়টি শিশু ছিল। সিটি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে, এদের সকলকে বাড়ি থেকে অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে।
অভিযুক্ত রফিকুল ইসলামের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগের পাশাপাশি হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিককালে নিউইয়র্ক সিটির বিভিন্ন এলকায় ভাড়াটিয়া কর্তৃক বাসা বা বাড়ির ভাড়া পরিশোধ না করা প্রবণতা লক্ষণীয়। বিশেষ করে বিগত করোনাকালে সময় থেকে বাসা ভাড়া না দিয়ে আইনের আশ্রয় নিয়ে অনেক ভারাটিয়া বাসা বা বাড়ি ভাড়া দেননি। ফলে অনেক বাসা-বাড়ির মালিক বিপাকে পড়ছেন এবং আইনের আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। তবে আইনি ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে। ফলে বাসা-বাড়ির মালিক আর ভাড়াটিয়াদের মধ্যে দ্বন্দ্ব, আর সম্পর্কের দূরত্ব বাড়ছেই।