প্রত্যেকের জীবনের একটা ভাবনা থাকে বৃদ্ধ বয়সটা কেমন কাটবে? কিংবা কোন জায়গাটি হবে বৃদ্ধ বয়সের অবসর জীবন কাটানোর জন্য সবচেয়ে উপযোগী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের কথা বলা হয়, সেখানটাকে বৃদ্ধ বয়সে ভালো থাকার জন্য সবচেয়ে উপযোগী ভাবা হয়। এর মধ্যে নিউইয়র্ক রয়েছে ৬ষ্ঠ অবস্থানে। অবসরপ্রাপ্তদের বসবাসের জন্য সেরা শহরগুলোর একটি। তবে এই তালিকার প্রথম দিকের বাকি ৫টি শহরই পেনসিলভানিয়ার। সবার সেরা শহর হ্যারিসবার্গ। মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০২৪ সালে অবসরে যাওয়ার জন্য সেরা স্থানের তালিকায় যুক্তরাষ্ট্র জুড়ে মোট ১৫০টি সিটির নাম এসেছে। সেরা দশে পেনসিলভানিয়ার ৭টি সিটির নাম এসেছে। এগুলোর হচ্ছে- পিটসবার্গ (১০) ইয়াংসটাউন (৯), ডেটোনা বিচ (৮), ইয়র্ক (৭), নিউইয়র্ক সিটি (৬), অ্যালেনটাউন (৫), স্ক্র্যানটন (৪), ল্যানচেস্টার (৩), রিডিং (২), ও হ্যারিসবার্গ (১)।
সার্ভেতে দেখা হয়ে যে কোনো ব্যক্তির অবসরের সময়টিতে কি প্রত্যাশা থাকে। কোন বিষয়গুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ। মোট ছয়টি সূচকে বিবেচনা করা হয়েছে শহরগুলোকে। এগুলো হচ্ছে, সামর্থ বা সক্ষমতা, আনন্দে থাকার ব্যবস্থা, প্রত্যাশা পূরণের সুযোগ, অবসরপ্রাপ্তদের জন্য ট্যাক্স, কাজের বাজার আর স্বাস্থ্যসেবার মান।
তবে সবকিছুর আগে দেখা হচ্ছে স্বাস্থ্যসেবার মান। বৃদ্ধ বয়সে কে কতটুকু স্বাস্থ্যসেবা পাবে সেটাই সবচেয়ে বড় বিবেচ্য। আর সেই বিবেচনা থেকেই হ্যারিসবার্গ এক নম্বরে এসেছে।
এর পরপরই গুরুত্ব পেয়েছে আনন্দে থাকার সুযোগ আর কাজের সুযোগ। কারণ অবসরের পরেও অনেকেই টুকটাক কাজ করতে চান। আর সে কারণে যেখানে কাজের সুযোগ বেশি সেখানটায় থাকতে তারা পছন্দ করেন। তালিকার প্রথম দিকে নিউইয়র্কের নাম উঠে আসার পেছনে সেটাই অন্যতম কারণ।
এছাড়া যে শহরগুলোতে রেস্টুরেন্ট, মিউজিয়াম, খেলার আসর বেশি বসে সেখানেও অনেকে থাকতে চান বৃদ্ধ বয়সে। অর্থ সংকুলান হলে এসব সুবিধার শহরগুলোকেই বেছে নিতে চান অবসরপ্রাপ্তরা।
ট্রাই স্টেটের আর যে শহরগুলে তালিকায় এসেছে এর মধ্যে রয়েছে ট্রেনটন (২০), নিউ হেভেন (৪৩) ও হার্টফোর্ড (৫৬)।