নিউইয়র্কে শীতে বাড়বে বিদ্যুৎ বিল

নিতে হবে বাড়তি সতকর্তা
ডেস্ক রিপোর্ট
  ১০ নভেম্বর ২০২৩, ১৫:১৮

অ্যাকুওয়েদার সত্যি হয়, তাহলে আমরা হিমঠান্ডার একটা তুষারময় শীত প্রত্যাশা করতে পারি। সাম্প্রতিক সময়ে বিদ্যুতের দাম যা বেড়েছে আর বাড়তি ঠান্ডায় বাড়তি হিটিংয়ে ব্যয় বাড়বে তা নিউইয়র্কারদের জন্য সন্দেহাতীত। কিন্তু এই বাড়তি বিল এড়ানোরও কিছু পথ রয়েছে- সে জন্য মানতে হবে এই টিপসগুলো
- ঘরে থার্মোস্ট্যাট ৬৮ ডিগ্রি ফারেনহাইটে সেট করে রাখুন। প্রতি ১ ডিগ্রি কমে হিটিং বিদ্যুৎ বিল ৩% পর্যন্ত কমাবে।
- আপনার ঘরের হিটিং ভেন্টিলেশনগুলো বন্ধ হয়ে আছে কি? খেয়াল করুন আপনার ঘরে ফার্নিচারগুলো হিটিং আটকে দিচ্ছে কিনা।
- দক্ষ কন্ট্রাক্টর দিয়ে হিটিং সিস্টেম দেখিয়ে নিন। এবং পরিষ্কার করে নিন।
- যে অংশে হিটিং সিস্টেম নেই সেখানকার গরম পানির পাইপ ও উষ্ণ বায়ুর ডাক্ট খোলা রাখুন।
- এই মওসুমের জন্য জানালার পর্দা পাল্টে নিতে পারেন। হালকা রঙের পর্দা গ্রীস্মে সূর্যালোক পরিবহন করে, শীতে
- অপেক্ষাকৃত ভারী ও ডার্ক রঙের পর্দা হিট অ্যাবজর্ব করে আর তার ছড়িয়েও দেয়।
- কনভেনশনাল লাইট বাল্বগুলো এলইডি বাল্ব দিয়ে পাল্টে দিন, যা অন্তত ১০ গুন বেশি কার্যকর।
- রেফ্রিজারেটর অপটিমাইজ করে নিন। প্রতি বছর কয়েল পরিষ্কার করুন এবং তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে সেট করে নিন।
- ডিশ ওয়াশার ব্যবহারের বুদ্ধি খাটান। ফুল লোড হলেই চালান। বিশেষ সাইকেলগুলো এড়িয়ে চলুন।
- ওয়াশার মেশিন গরম থেকে ঠান্ডায়ে সেট করলে আপনার বিদ্যুৎ খরচ অর্ধেকে নেমে আসবে।
এর পাশাপাশি কনএডিসন বাজেট বিলিং, কিস্তিতে পরিশোধ এবং বিল পরিশোধের সময় বর্ধিত করেছে। এতে কিছুটা স্বস্তি থাকবে।