এনবিসি'র রিপোর্ট

দেশের জন্য আর যুদ্ধ করতে চায়না আমেরিকানরা

ডেস্ক রিপোর্ট
  ১১ নভেম্বর ২০২৩, ১২:০২

সাম্প্রতিক একটি জরিপ বলছে, আমেরিকানরা আর তাদের দেশের জন্য যুদ্ধ করতে রাজি নয়। এমনকি বড় বড় যুদ্ধেও দেশটির বয়ষ্ক মানুষেরা চায়না যুদ্ধে যেতে কিংবা সামরিক শক্তির অংশ হতে।
এনবিসি'র একটি রিপোর্টে বলা হয়েছে, ইউএস মিলিটারি তার সামরিক শক্তি নিয়োগের কোটা পূরণে ব্যর্থ হচ্ছে। সেনা বাহিনী ও বিমান বাহিনি এ ক্ষেত্রে ১০ হাজার করে সেনা ঘাটতিতে রয়েছে। আর নৌবাহিনীতে এই ঘাটতি ৬ হাজার।
জরিপে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রে এখন ১৯৮৭ সালের তুলনায় সামরিক শক্তিতে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা ৩৯% কমে গেছে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, সৈন্য নিয়োগে এই ঘাটতি বর্তমান বৈশ্বিক যুদ্ধদশায় যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের।
ইকেলন ইনসাইট নামের একটি প্রতিষ্ঠানের পরিচালিত জরিপে দেখানো হয়েছে, উত্তরদাতাদের ৭২% ই বলছেন, আমেরিকা যদি এখন কোনো বড় কিংবা বিধ্বংসী যুদ্ধের মাঝখানেও থাকে তারা এমন যুদ্ধে যাবেন না।
মিলিটারি রিক্রুটিং এক্সপার্ট এর সিইও ডেভিড ইউসটিস এর মতে, জটিল কিছু ফ্যাক্টর এই অনীহার পেছনে কাজ করছে।
অপেক্ষাকৃত তরুণ প্রজন্মকে সামরিক বাহিনীতে আগ্রহী করে তুলতে কিছু সমন্বিত সুযোগ সুবিধা রয়েছে সেগুলো অপেক্ষাকৃত তরুণদের জানাতে যথাযথ যোগাযোগে ব্যর্থ হচ্ছে রিক্রুটাররা।
অন্যদিকে রিক্রুটাররা বলছেন, মিলিটারি সিস্টেম এখন জেনারেশন জি'র দিকে ঝুঁকে পড়ছে এবং গেমিং ট্রাক থেকে শুরু করে ফ্লাইং ড্রন পর্যন্ত ব্যবহার হচ্ছে যা মনুষ্যবিহীন।
সব মিলিয়ে পরিস্থিতি এমনই যে আমেরিকানদের যুদ্ধে উদ্বুদ্ধ করাটাই কঠিন হয়ে পড়েছে।