নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনস 

নিউইয়র্কে ব্যালটে নাও থাকতে পারে ট্রাম্পের নাম

ডেস্ক রিপোর্ট
  ১৩ নভেম্বর ২০২৩, ১১:৪৭

ঘটনাটি হয়তো এমনই হবে। নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনস এটাই বলছে। তারা সিদ্ধান্ত নিয়েছে ২০২৪ সালের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শেষ পর্যন্ত রিপাবলিকানদের মনোনয়ন পানও, তার নাম থাকবে না নিউইয়র্কের ব্যালট পেপারে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বোর্ড।
এদিকে সাবেক এই প্রেসিডেন্ট এরই মধ্যে তার নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন।
গত ৩ নভেম্বর পাঠানো একটি চিঠিতে নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনস ইউএস ডিস্ট্রিক্ট জাজ গ্লেন সাডাবি'র কাছে বিষয়টি অবহিত করেন। এতে বলা হয়েছে ব্যালটে ডোনাল্ড ট্রাম্পের কথা না থাকলেই তা হবে আদালতের নির্দেশনাকে যথার্থ অনুসরণ।
যুক্তরাষ্ট্রের ২৭টি আদালতে ডোনাল্ড ট্রাম্পের ২০২৪ এর নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। নিউইয়র্কের মামলাটিও তার একটি। মামলার আরজিতে বলা হয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল রায়টে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুসারে তার প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে না।
ওই ঘটনার নির্দেশদাতা ছিলেন ট্রাম্প। তবে ক্যাস্ট্রোর পয়েন্ট সেটি নয়। তিনি অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তরকে বাধাগ্রস্ত করেছেন, আর এখন ট্রাম্পের প্রার্থীতার সিদ্ধান্তে তার ব্যক্তিগত ক্ষতিও হচ্ছে। কারণ ২০২৪ সালের নির্বাচনে তার ক্যাম্পেইন থেকে তহবিল ও ভোটারদের সরিয়ে নিচ্ছেন ট্রাম্প।
স্টেট যদি এখন বিষয়টিতে আপত্তি না তোলে, এবং সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভোটারদের হাতেই ছেড়ে দিতে না চায় তাহলে শেষ পর্যন্ত নিউইয়র্কের ব্যালট থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলা সম্ভব হবে।
এনওয়াএসবিওই পক্ষ থেকে অবশ্য নিউজউইক বলা হয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়াধীন থাকায় তারা মন্তব্য করতে চান না। আর এটা তাদের নীতিগত অবস্থান।
তবে এর আগে একজন ফেডারেল জাজ নিউ হ্যাম্পশায়ার ও মিনেসোটার প্রাইমারি ব্যালট থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলার আবেদন নাকোচ করে দেন।