ওয়াটার গান দিয়ে পানি ছোড়ায় কিশোরকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  ২৬ জুন ২০২৫, ১৩:৩৩


নিহত কিশোরের বড় ভাইও ২০২১ সালে এক বন্দুক সহিংসতায় নিহত হন। কয়েক বছরের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে বাক্রুদ্ধ তাদের মা।
নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস পার্কে হাঁটার সময় ওয়াটার গান দিয়ে পানি ছোড়াকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে ড্যারেল হ্যারিস নামে ১৭ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে।
পুলিশের বরাত দিয়ে ডেইলি নিউজ জানিয়েছে, স্টারলাইট পার্কের ভেতরে হ্যারিসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জ্যাকোবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি। সেখানে কতব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি নয় মিমির বুলেট শেল উদ্ধার করেছে। তবে হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
ব্রঙ্কস হাই স্কুল লিডারশিপ অ্যাকাডেমির জুনিয়র এই কিশোর লংউডে থাকতেন। হ্যারিসের মা কেলি লুইস বুধবার ডেইলি নিউজকে জানান, চার বছর আগে বন্দুক সহিংসতায় তার আরেক ছেলে ২৭ বছর বয়সী জামাল হান্টার মারা গেছেন। বন্দুক সহিংসতায় দুই ছেলে কে হারিয়ে শোকস্তব্ধ নিহত কিশোরের মা।
মামলার সাথে সম্পর্কিত একটি পুলিশ সূত্র ঘটনার বর্ণনায় জানিয়েছে, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে হ্যারিস পার্কের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পার্কে থাকা এক ব্যক্তি তার দিকে জেল ব্লাস্টার ওয়াটারগান দিয়ে পানি ছোড়ে।
এতে হ্যারিস ক্ষুব্ধ হয়ে ওয়াটারগান হাতে থাকা ব্যক্তির মুখোমুখি হন। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিছুক্ষণ পরে, কালো হুডি, কালো সোয়েটপ্যান্ট এবং কালো স্কি মাস্ক পরা এক ব্যক্তি, হ্যারিসের ওপর আসল বন্দুক দিয়ে গুলি চালায়। হামলাকারী হ্যারিসের সাথে তর্কে জড়িয়ে পড়া ওই ব্যক্তির বন্ধু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, জেল ব্লাস্টারের আঘাতে হ্যারিস কেন এত বিরক্ত হয়েছিলেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বন্দুকধারী পার্ক থেকে দৌড়ে বেরিয়ে যায় এবং শেষবার তাকে শেরিডান অ্যাভিনিউতে উত্তর দিকে যেতে দেখা যায়।
হ্যারিসের মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। বন্দুকধারীকে শনাক্ত করতে পুলিশ নজরদারি ফুটেজের সাহায্যে এলাকাটিতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।