সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় বোন মেরিয়ান ট্রাম্প ব্যারি, ৮৬, কে নিউইয়র্কের আপার ইস্ট সাইট অ্যাপার্টমেন্টে সোমবার মৃত অবস্থায় পাওয়া গেছে। সাবেক ফেডারেল ফেডারেল জাজ ব্যারি তার ফিফথ এভিনিউর বাসায় মৃত্যুবরণ করেছেন, এমন খবর দিচ্ছে নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যম।
এনওয়াইপিডি জানিয়েছে, একটি কলে সাড়া দিয়ে ৮৬ বছর বয়ষ্ক যে নারীকে তাদের সদস্যরা গত ভোর সাড়ে ৪টার দিকে দেখতে যায় তিনিই মেরিয়ান ট্রাম্প ব্যারি। কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, যখন তারা ওই বাড়িতে গিয়ে ব্যারিকে তার বেডরুমে মৃত অবস্থায় পায়, তখনও তারা তার পরিচয় জানতে পারেনি।
মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও পুলিশ অস্বাভাবিক কোনো কারণ জানতে পারেনি। চিকিৎসা পরীক্ষকরা বিষয়টি তদন্ত করছেন।
তবে এই মৃত্যুর খবরের পর ডোনাল্ড ট্রাম্প সে ব্যাপারে মন্তব্য করেছেন ও শোক প্রকাশ করেছেন।
১৮৩ সালে ব্যারি ডিস্ট্রিক্ট অব নিউ জার্সির ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক নিযুক্ত হন। পরে ইউএস কোর্ট অব অ্যাপিলের সিনিয়র জাজ হিসেবে ২০১৯ সালে অবসরে যান।