নিউইয়র্কের পাবলিক স্কুলগুলো ফের জনপ্রিয়তা পেতে শুরু করেছে। ৮ বছর পর এই প্রথম নিউইয়র্কের পাবলিক স্কুলগুলোতে ভর্তির সংখ্যা বাড়লো। মেয়র এরিক অ্যাডামস ও চ্যান্সেলর ডেভিড সি. ব্যাংকস বুধবার এই অর্জন সেলিব্রেট করলেন। এদিন তারা জানান, প্রাথমিক তথ্য বলছে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নিউইয়র্কের পাবলিক স্কুল গুলোতে আগের বছরের তুলনায় ৮,০০০ শিক্ষার্থী বেশি ভর্তি হয়েছে। যা অন্তত ১ শতাংশ বেশি। আর সব মিলিয়ে রেজিস্টর্ড শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৫ হাজার। আর এর মধ্য দিয়ে নিউইয়র্ক দেশের সবচেয়ে বড় স্কুল ডিস্ট্রিক্ট এর মর্যাদাও ধরে রাখলো।
"আমরা যখন বলি, নিউইয়র্ক সিটি তার গৌরব ফিরে পেয়েছে- তখন আমরা কেবল অর্থনীতির কথা বলি না- আমরা তখন কমিউনিটির কথা বলি এবং গোটা সিটির কথাই বলি। এবং টানা আট বছর স্কুলে ভর্তির সংখ্যা ক্রমাগত কমতে থাকার পর এবছর নিউইয়র্কে পাবলিক স্কুলে শিক্ষার্থী ভর্তি বাড়লো," বলছিলেন মেয়র অ্যাডামস।
চ্যান্সেলর ব্যাংকস ও স্কুল প্রশাসন আমাদের তরুণ নিউইয়র্কারদের সম্ভাব্য সেরা শিক্ষা নিশ্চিত করতে পেরছেন। আমলাতন্ত্র কাটিয়ে উঠে তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পেরেছেন, স্কুলে ভর্তি প্রক্রিয়া সহজ করে আনতে পেরেছেন। আর আমরা স্কুল ফান্ডিং ও বাড়াতে পারছি।
আট বছর পর স্কুলে ভর্তির সংখ্যা বাড়ায় আমরা উদ্বেলিত, বলেন চ্যান্সেলর ব্যাংকস। তিনি বলেন, অধিকাংশ স্কুলই অতিরিক্ত তহবিল পেয়েছে। সামনে যে চ্যালেঞ্জগুলো আসতে পারে সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। তবে এর পরেও নতুন শিক্ষার্থীদের সুবিধা বাড়াতে, বিশেষ করে অস্থায়ী নিবাসে থাকতে বাধ্য হচ্ছে এমন শিশুদের স্কুলে ধরে রাখতে আমাদের স্টেট ও কেন্দ্রীয় বরাদ্দ প্রয়োজন হবে।