ডোনাল্ড ট্রাম্প ও রক্ষণশীল রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিষিদ্ধ করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন। এ ব্যাপারে তাদের অবস্থান কঠোর। আর তা প্রকাশে কোনো রাখঢাক নেই। তারা বলছেন, তরা গর্ভপাত নিষিদ্ধ করতে চান। একের পর এক কঠোর নীতির পথেই হাঁটছেন তারা। যাতে আমেরিকানদের এই মৌলিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব হয় এবং জাতীয়ভাবে গর্ভপাতে নিষেধাজ্ঞা আরোপ করা যায়। এই প্রচেষ্টায় সবচেয়ে বড় গলা ডোনাল্ড ট্রাম্পের।
এক্সিওসে একটি প্রতিবেদনে বুধবার বলা হয়েছে, ক্ষমতা ফিরে পেলে গোটা দেশে গর্ভপাত নিষিদ্ধ নিশ্চিত করতে স্রেফ ডোনাল্ড ট্রাম্পের জয়ই যখেষ্ট। একজনতো এও বলেছেন, ট্রাম্প যদি এটা করেন, তাতে বিষ্মিত হবার কিছুই থাকবে না। সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে, এজন্য ট্রাম্পের কাউকে লাগবে না। কংগ্রেসের সাহায্য লাগবে না। তিনি একক সিদ্ধান্তেই এমন একটি ব্যবস্থা পাকাপোক্ত করতে পারবেন।
শেষ কথাটি হচ্ছে এই যে, ২০২৪ সালের ব্যালটই নির্ধারণ করবে দেশে গর্ভপাত থাকবে কি থাকবে না।
এ ব্যাপারে বাইডেন প্রশাসনের মুখপাত্র কেভিন মুনোজ একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, এখন আমরা নিশ্চিত যে দ্বিতীয় দফায় ট্রাম্পের নির্বাচিত হওয়া মানেই হচ্ছে জাতীয় ভাবে গর্ভপাত নিষিদ্ধ করা। কিন্তু গেলো সপ্তাহে আমরা যা দেখলাম তা হচ্ছে ভোটাররা তাদের অধিকার কেড়ে নিতে দেবেন না। বিষয়টি সহজ। কেবল ডোনাল্ড ট্রাম্প ও তার সঙ্গীরা এটা বুঝতে পারবেন না।