নিউইয়র্কে ৩ ভাড়াটিয়াকে ছুরিকাঘাতে হত্যা 

ডেস্ক রিপোর্ট
  ১৬ নভেম্বর ২০২৩, ১১:২২

দুই সপ্তাহ আগে নিউইয়র্ক সিটির ওজনপার্কে বাড়ির ভাড়া না দেওয়ায় ভাড়াটিয়াকে উঠিয়ে দিতে বাড়ির মালিক নিজ বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে গ্রেফতার হয়েছেন। এবার একই কারণে এক বাড়ির মালিক ছুরিকাঘাতে হত্যা করলেন ভাড়াটিয়া পরিবারের ৩ সদস্যকে। সিটির কুইন্স বরোর সেন্ট অ্যালাবানসের মিলবার্ন এলাকায় মঙ্গলবার (১৪ নভেম্বর) এই ঘটনা ঘটে।
এনওয়াইপিডির বরাতে বার্তাসংস্থা ইউএনএ'র খবরে বলা হয়েছে, ভাড়া নিয়ে বিবাদের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকারী সন্দেহে ৫৪ বছর বয়সী বাড়িওয়ালাকে আটক করা হয়েছে।
নিহতদের মধ্যে দু'জন নারী ও একজন পুরুষ। দৃশ্যত ছুরিকাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে পুলিশ ধারনা করছে।
পুলিশ আরো জানায়, নিহতদের মধ্যে একজন নারীকে বাড়ীর দ্বিতীয় তলায় এবং অন্য দুই জনকে একটি বেসমেন্ট অ্যাপার্টমেন্টের বেডরুমে পাওয়া যায়।
৫১ বছর বয়সী নারীকে তার বিছানায় মুখ থুবড়ে অবস্থায় পাওয়া যায়। নিহতদের ঘুমের মধ্যে ছুরিকাঘাত করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়।
বাড়ীটিতে কেবল প্রাপ্তবয়স্করা ছিলেন কোনও শিশু ছিল না বলে নিশ্চিত করে পুলিশ।
এনওয়াইপিডি’র সহকারী প্রধান কেভিন উইলিয়ামস জানান, মঙ্গলবার সকালে বাড়িওয়ালা নিজেই স্থানীয় ১১৩ তম প্রিন্সেন্টে গিয়ে পুলিশ অফিসারদের কাছে বলেছিল যে, তার ভাড়াটেদের সাথে তার সমস্যা হচ্ছে। পরবর্তীতে এই ঘটনা ঘটে। যার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ বাড়ির মালিকের নাম প্রকাশ করেনি। এই হত্যাকান্ডের তদন্ত চলছে বলে জানায় এনওয়াইপিডি।