কাজে যাওয়ার পথে অভিবাসীদের গ্রেপ্তার করল আইস

ডেস্ক রিপোর্ট
  ২৬ জুলাই ২০২৫, ১৪:১০

নিউ জার্সির প্রিন্সটনে কাজে যাওয়ার পথে বেশ কয়েকজন অভিবাসীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইস।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে শুক্রবার এ তথ্য জানিয়েছে এনওয়াই ডেইলি নিউজ।
প্রিন্সটনের স্থানীয় সরকার এক ফেসবুক পোস্টে জানায়, কোনো নোটিশ বা সতর্কতা ছাড়াই বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার অভিযান চালানো হয়। অভিযানে যথাযথ নথি না থাকা ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পোস্টে জানানো হয়, এ গ্রেপ্তার প্রক্রিয়ায় স্থানীয় কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ জড়িত নয়।
এতে বলা হয়, ‘দয়া করে এটা জেনে রাখুন যে, আইস প্রিন্সটন মিউনিসিপ্যালিটি কিংবা প্রিন্সটন পুলিশ ডিপার্টমেন্টকে তাদের উপস্থিতি বা কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করেনি।’
এদিকে অভিবাসীদের অধিকার সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন রেজিস্ট্যান্স ইন অ্যাকশন এনজে জানায়, হ্যারিসন স্ট্রিটে থাকা শ্রমিকদের কাছে ভোর পৌনে সাতটার দিকে যান সাদা ভ্যানে আসা আইস এজেন্টরা।
ঘটনার দিন সন্ধ্যায় রেজিস্ট্যান্স ইন অ্যাকশন আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শ্রমিকদের পরিবারের সদস্যরা।
তারা জানান, গ্রেপ্তার শ্রমিকদের অনেকেই স্থানীয় একটি ল্যান্ডস্কেপিং কোম্পানির জন্য কাজ করতে যাওয়ার পথে ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, গ্রেপ্তারকৃত শ্রমিকরা কঠোর পরিশ্রমী। তারা উন্নত জীবনের আশায় অ্যামেরিকায় আসেন। তাদের বেশির ভাগ দুটি করে কাজ করতেন।