অভিবাসীবান্ধব হচ্ছেন অ্যাডামস!

ডেস্ক রিপোর্ট
  ২৬ জুলাই ২০২৫, ১৪:১৯

আসন্ন মেয়র নির্বাচন সামনে রেখে অভিবাসন ইস্যুতে অবস্থান বদলাতে শুরু করেছেন নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস। এতদিন অভিবাসন ইস্যুতে অপেক্ষাকৃত মধ্যপন্থী অবস্থানে থাকলেও সম্প্রতি তিনি ফেডারেল অভিবাসন ব্যবস্থার সমালোচনায় মুখর হয়েছেন। যা অনেকের কাছেই ‘নির্বাচনী কৌশল’ হিসেবে বিবেচিত হচ্ছে।
লোয়ার ম্যানহাটনের একটি ফেডারেল অভিবাসন কেন্দ্রের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে অ্যাডামস বলেন, সেখানকার পরিবেশ মানবিকতার চরম লঙ্ঘন। এই মন্তব্যের মাধ্যমে তিনি কার্যত ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে প্রকাশ্য বিরোধিতা করেছেন। যা তার আগের অবস্থান থেকে একটি গুরুত্বপূর্ণ মোড়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানির জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। বিশেষ করে প্রগতিশীল ও অভিবাসী সম্প্রদায়ের মধ্যে। মামদানি যখন উগান্ডায় ব্যক্তিগত সফরে, তখন এই শূন্যস্থানে অ্যাডামস নতুন বার্তা দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন।
তবে সমালোচকরা বলছেন, এটি নিছক নির্বাচনী নাটক। নিউইয়র্ক সিটিতে অভিবাসীদের বসবাসের পরিবেশ, আশ্রয়কেন্দ্রের সংকট এবং পুলিশি হয়রানির প্রশ্নে অ্যাডামস প্রশাসনের নীরবতা ও দ্বৈতনীতি এখনও বিতর্কের কেন্দ্রবিন্দুতে।
নিউইয়র্কবাসী এখন নজর রাখছে এই অভিবাসীবান্ধব অবস্থান কতটা টেকসই এবং আন্তরিক, নাকি এটি ভোট পাওয়ার একমাত্র প্রচেষ্টা?