থ্যাংকসগিভিংয়ে বৈরী আবহাওয়া

নিউইয়র্কে প্রবল ঝড়ের আশঙ্কা 

ডেস্ক রিপোর্ট
  ২৩ নভেম্বর ২০২৩, ১১:৩৬

থ্যাংকসগিভিং সামনে রেখে ভ্রমণেচ্ছুদের জন্য সতর্কতা জারি করে আবহাওয়া পূর্বাভাস বলছে, নিউইয়র্কে প্রবল ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এতে থ্যাংকসগিভিং পূর্ব ভ্রমণ মোটেই সুখকর থাকবে না। আজ মঙ্গলবার নিউইয়র্কের আকাশ পুরোপুরি মেঘে ঢাকা। বিকেল দুপুর না গড়াতেই তা ডেকে আনে বৃষ্টি। বিকেলের পরের দিকে গোটা নিউইয়র্কের পূর্ব থেকে পশ্চিম জুড়ে চলবে বৃষ্টিপাত।
এরমধ্যে তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে তথা হাইওয়েগুলোতে পানি জমে যেতে পারে। এ অবস্থায় নিউইয়র্ক সিটি এমার্জেন্সি ম্যানেজমেন্ট ভ্রমণ বিষয়ক বিশেষ দিক-নির্দেশনা জারি করেছে।
গাড়ি যারা চালাবেন, তারা গতি কমিয়ে চালাবেন, বলা হয়েছে এই নির্দেশনা। যতটা সম্ভব প্রধান প্রধান সড়ক ও হাইওয়ে ব্যবহার করতে বলা হয়েছে।
বন্যাপ্রবণ এলাকায় বাড়িগুলোতে যারা বেজমেন্ট বসবাস করছে তাদের বিশেষ সতর্ক করে বলা হয়েছে, সুযোগ হলে অপেক্ষাকৃত উঁচু স্থানে সরে যেতে হবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস ধারণা করছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ১ থেকে ২ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। আর এতেই কোথাও কোথাও পানি জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মঙ্গলবার রাতে পরিস্থিতি যথেষ্টই অবনতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
মেয়র এরিক অ্যাডামস বলেন, এই সপ্তাহে আমরা আমাদের প্রিয়জনদের, পরিবার, বন্ধু ও আত্মীয়-স্বজনদের প্রতি কৃতজ্ঞতা জানাতে কাটাবো তবে নিউইয়র্কারদের একটু বাড়তি সতর্ক থাকতে হবে আবহাওয়ার বিষয়ে। আমরা ভারি বৃষ্টিপাত ও তীব্র বাতাসের প্রস্তুতি নিয়ে রাখছি। আসছে কয়েকটি দিন আমদের বাইরে বের হলে একটু বাড়তি সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার রাতে ৩০ থেকে ৪০ মাইল বেগে কোথাও কোথাও ৪৫ মাইল বেগে ঝড়ো হাওয়া বইবে নিউইয়র্কে। আর থ্যাংকসগিভিং ডেতে নগরীতে শীত তীব্রতর হবে।
যারা মেসি'র থ্যাংকসগিভিং ডে'র শোভাযাত্রায় যোগ দেবেন তাদের এই বৈরী আবহাওযার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
বুধ বৃহস্পতি কাটিয়ে শুক্রবারে শীত তীব্র থাকবে। এই দিন আকাশ অংশত রৌদ্রজ্জল থাকবে। তবে শীতের তীব্র বাতাস বইবে। শনিবারেও বৃষ্টি থেমে সূর্য দেখা যাবে তবে শীত তীব্র থাকবে।