এনওয়াইপিডি খুঁজছে ৭ বছরের হারিয়ে যাওয়া ছেলেটিকে। কুইন্স মলের একটি নাইকি স্টোর থেকে বেরিয়ে আসার সময় তাকে শেষবার দেখা যায় গত সপ্তাহান্তে। এরপর থেকে শিশুটিকে আর কোথাও খুঁজে পাওযা যায়নি। মঙ্গলবার এনওয়াইপিডি এই তথ্য জানিয়েছে।
ড্যানিয়েল আলেজান্দ্রো ফার্নান্দেজ-মার্টিনেজ নামের শিশুটি বাস করে মিডটাউনের ৪৫ স্ট্রিটে। পয়েন্ট ব্লুভার্ডের স্কাইভিউর দোকানগুলোর মধ্যে একটি নাইকি স্টো থেকে তাকে শেষ বের হতে দেখা যায়।
৪ ফুট ২ ইঞ্চি লম্বা ছেলেটির ওজন ৬০ পাউন্ড। তার ধুষর চোখ, কালো চুল। শেষ যখন দেখা যায় তখন তার পরনে ছিলো বাদামি রঙা জিনস, সাদা পশমি কলারের কালো উইন্টার কোট ও ব্লু স্নিকার।
কেউ দেখতে পেলে এনওয়াইপিডি-কে ১-৮০০-৫৭৭-টিআইপিএস এ জানাতে বলা হয়েছে।