একসপ্তায় বেকারত্ব ভাতার আবেদন কমেছে ২৪০০০

যুক্তরাষ্ট্রের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আরেক ধাপ অগ্রসর

ডেস্ক রিপোর্ট
  ২৩ নভেম্বর ২০২৩, ১১:৪৫

যুক্তরাষ্ট্রে বেকারত্ব সুবিধা নেওয়ার আবেদনের হার ক্রমেই কমে আসছে। গেলো এক সপ্তাহে এই আবেদন কমেছে ২৪,০০০। এই সপ্তাহে বেকারত্ব ভাতার আবেদনকারীর সংখ্যা ছিলো ২০৯,০০০ জন। এর ফলে উচ্চ সুদের হার থাকা সত্বেও যুক্তরাষ্ট্রের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর পথে আরো এক ধাপ অগ্রসরতা নিশ্চিত হলো ।
শ্রমদপ্তর বুধবার এসব তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, টানা চার সপ্তাহ ধরেই এই অগ্রগতি দেখছে যুক্তরাষ্ট্রের শ্রম বাজার। এই সময়ে গড়ে প্রতি সপ্তায় ৭৫০ জন করে বেকারত্ব মুক্ত হচ্ছে। এবং সরকারের কাছে বেকারত্ব ভাতা চাইছে না।
রিপোর্টে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কর্মী ছাঁটাইও উল্লেখযোগ্য হারে কমেছে। যাকে একটা ঐতিহাসিক শ্রমমান বলেই উল্লেখ করেছে শ্রম দপ্তর। আর এতে যুক্তরাষ্ট্রে কাজের নিরাপত্তা ফিরেছে অধিকাংশ আমেরিকানের কাছে।
বুধবারের রিপোর্টে বলা হয়েছে আগের সপ্তাহে ২৩৩,০০০ জন ছিলো বেকারত্বের সুবিধার জন্য আবেদনকারী। এ সপ্তাহে তা কমে এসেছে ২০৯,০০০ জনে। ১১ নভেম্বর যে সপ্তাহটি শেষ হলো তখন মোট বেকারত্ব ভাতা গ্রহণকারী ছিলো ১.৪৮ মিলিয়ন। যা আগের সপ্তাহের চেয়ে ২২,০০০ জন কম।
শ্রমবাজারের এই ঘুরে দাঁড়ানোর পরিক্রমা অর্থনৈতিক মন্দা থেকে যুক্তরাষ্ট্রকে ফেরাতে ভূমিকা রাখছে।
কোভিড-১৯ এর আঘাতে শ্রমবাজারে যে ধস নেমেছিলো ২০২১ সাল থেকেই তার উত্তরণ শুরু হয়। এ বছর নিয়োগকর্তারা প্রতি মাসে ৬০৬,০০০ করে নতুন কাজের সুযোগ সৃষ্টি করতে থাকেন, ২০২২ সালে তা দাঁড়ায় ৪০০,০০০ এ। আর ২০২৩ সালে এ পর্যন্ত প্রতি মাসে ২৩৯,০০০ নতুন কাজ সৃষ্টি হচ্ছে। গত তিন মাসে প্রতি মাসে সৃষ্টি হয়েছে ২০০,০০০ নতুন কাজ।