যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগকারী সেতুতে গাড়ি বিস্ফোরণে নিহত ২

ডেস্ক রিপোর্ট
  ২৩ নভেম্বর ২০২৩, ১১:৫৫

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী ‘রেইনবো ব্রিজ’-এ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গাড়িটিতে থাকা দুজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২২ নভেম্বর) নায়াগ্রা জলপ্রপাতের কাছে যুক্তরাষ্ট্র অংশে এ ঘটনা ঘটে। এর জেরে ওই এলাকায় দুই দেশের মধ্যে চারটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। যদিও পরে অন্য তিনটি সীমান্ত খুলে দেওয়া হয়েছে। খবর এপি।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, এ ঘটনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে তাদের এসব তথ্য জানিয়েছেন।
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হকুল গণমাধ্যমে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এ ঘটনায় কোনও ‘সন্ত্রাসী হামলার’ ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা নিউইয়র্কে প্রবেশের প্রতিটি পথ পর্যবেক্ষণ করছেন।
ঘটনার পর যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত ক্রসিংগুলোর মধ্যে রেইনবো ব্রিজ ছাড়া অন্য তিনটি লিউস্টিন, ওয়্যারপুল এবং পিস ব্রিজ কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার খুলে দেওয়া হয়।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরিত হওয়া ওই গাড়িতে দুজনই ছিলেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সীমান্তের একটি তল্লাশিচৌকি পার হওয়ার পর সেটি গতি বাড়িয়ে দেয়। এরপর গাড়িটি সেতুর ওপর একাংশে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হয়। গাড়িতে কোনো বিস্ফোরক ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর বিষয়টি সম্পর্কে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকে জানিয়েছে দেশটির প্রসিডেন্টের কার্যালয়। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে কানাডা। তদন্তে কানাডার গোয়েন্দা সংস্থাগুলোও সহায়তা করছে।