কেফিয়া পরিধানের জন্যই ৩ ফিলিস্তিনি কলেজ ছাত্রকে গুলি

ডেস্ক রিপোর্ট
  ২৮ নভেম্বর ২০২৩, ১১:০৯

যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনিদের বিরুদ্ধে হিংসত্মক আচরন ও হামলার ঘটনা বেড়েই চলেছে। সবশেষ ভারমন্টে ৩ ফিলিস্তিনি কলেজ ছাত্রকে গুলি করা হয়েছে। একটি পারিবারিক ডিনার প্রোগ্রামে অংশ নেওয়া ও তিন যুবক ফিলিস্তিনি শিক্ষার্থী এই হামলার শিকার হন। ভারমন্টের বার্লিংটনে এই ঘটনা ঘটে।
এদের নাম হিশাম আরতানি, তাশিন আলি আহমদ ও কিনান আবদালহামিদ।
এর মধ্যে দুজন শিক্ষার্থী আইভি লিগভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। ফিলিস্তিনি কেফিয়া নামের বস্ত্র পরার কারণেই তাদের ওপর হামলা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে।
তিনজনই গুরুতর আহত। তাদের ৩ জনেরই বয়স ২০। এদের মধ্যে আরতানি ব্রাউন ইউনিভার্সিটি, আবদাল হামিদ হাভারফোর্ড কলেজ ও আহমাদ ট্রিনিটি কলেজের শিক্ষার্থী।