নিউইয়র্কারদের শারীরিক শক্তির পরিমাপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে তারা। বিশ্বের মধ্যে আমেরিকানরাই শারীরিক বলে সবচেয়ে বলীয়ান। আর সকলের মধ্যে সেরা বলীয়ান যুক্তরাষ্ট্রের টেক্সাসের জনগণ। ইন্টারঅ্যাকটিভ ম্যাপ থেকে এমন তথ্য উঠে এসেছে।
আয়রন বল খ্যাত কলেজ ফুটবলে ইউনিভার্সিটি অব অ্যালাবামা ও অবার্ন ইউনিভার্সিটি প্রতিদ্বন্দ্বীতা ছাড়াও যুক্তরাষ্ট্রের স্টেটগুলোর মধ্যে বিভিন্ন ধরনের খেলায় যে শত্রুতামূলক প্রতিযোগিতা চলে, তা ঐতিহাসিক ও সাংস্কৃতিক বিভাজনের দিকটিই বারবার তুলে ধরে।
বিষয়ভিত্তিক দ্বন্দ্বের শেষটা ক্রোধ, বিদ্বেষে শেষে আমেরিকানরা দ্বিমতে সম্মত হয়েছে বাদানুবাদ শেষ করে। কিন্তু তারপরেও স্টেটগুলোর মধ্যে র্যাংকিংয়ের প্রথা থেকেই যায়। কারা সেরা কারা সবচেয়ে খারাপ তার বিচার চলে।
লিফ্ট ভল্ট, বডিবিল্ডিং আর শক্তির প্রশিক্ষণ এসবের তথ্য উপাত্ত বিশ্লেষণ বের করা হয়, আমেরিকার শারীরিক শক্তিতে বলীয়ন মানুষগুলো কোথায় বাস করে। ৫ বছরের উপাত্ত সংগ্রহ করে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।
সবশেষ উপাত্ত দেখাচ্ছে আমেরিকা সবচেয়ে শক্তিশালী মানব ও মানবীদের বাস টেক্সাসে। টেক্সানরা শারীরিক গঠনেই বড়সড়। তার ওপরে পেশাদারী ফুটবলে তারা যেমনটা শক্তিমত্তা দেখায় তা অন্য অঙ্গরাজ্যগুলোর চেয়ে আলাদা। টেক্সানদের তো চেনাই যায় সেই প্রবাদে 'গো বিগ অব গো হোম'। যা করবে বিপুলভাবে করো নয়তো ঘরে ফিরে যাও। সে কারণে স্পোর্টসে টেক্সানরা গত ৮ বছর ধরেই তাদের শীর্ষস্থান ধরে রেখেছে।
এই তালিকায় নিউইয়র্কারদের অবস্থান তৃতীয়। স্কোয়াটে নিউইয়র্কারদের গড় ৬১৯ পাউন্ড, বেঞ্চ প্রেসে গড় ৪১৪ পাউন্ড আর ডেডলিফটে নিউইয়র্কারদের গড় ৬৬৭ পাউন্ড।
কেনো তারা এত শক্তি ধরে? হতে পারে নিউইয়র্কাদের বিশাল বিস্তীর্ণ ভূমি নেই যাতে খড়ের বেল টানতে পারবে, কিংবা আত্মরক্ষার শক্তি পরীক্ষার জন্য কুমিড় ভর্তি জলাশয়ও নেই। কিন্তু তাদের আছে ভারী সাবওয়ে ডোর যা তাদের শক্তি দিয়ে খুলতে হয়। আর প্রতিদিন জিম করা, টাইম স্কয়ারে টুরিস্টদের ভীরের মাঝেই পাওয়ার-ওয়াকিং সেরে নেওয়া আর শপিং ব্যাগের ভাড়ে তাদের বাইসেপ বেরিয়ে আসে। আর তার মধ্য দিয়েই দেখা যায় নিউইয়র্কের পেশি।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে সেরা ৫ শক্তিশালী স্টেস্ট হচ্ছে: টেক্সাস, ফ্লোরিডা, নিউইয়র্ক, ভার্জিনিয়া ও ক্যালিফোর্নিয়া। সবচেয়ে দুর্বল স্টেটগুলোর তালিকায় রয়েছে ভারমন্ট, অয়োমিং, আরকানসাস, নর্থ ডাকোটা ও ওয়েস্ট ভার্জিনিয়া।
শক্তির দিকে সেরা দেশগুলোর তালিকাও উঠে এসেছে এই জরিপে। এতে শক্তিমত্তায় সেরা ৫ এর উঠে এসেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সুইডেন, ইংল্যান্ড ও কানাডার নাম। আর দুর্বলতম দেশগুলোর মধ্যে রয়েছে, কেম্যান আয়ল্যান্ড, মলডোভা, পানামা, শ্রীলঙ্কা ও সাইপ্রাস।