টেক্সাসের অস্টিনে বুধবার নতুন স্কুল বছরের প্রথম দিনে ৪০ জনেরও বেশি শিশু এবং একজন প্রাপ্তবয়স্ককে বহনকারী একটি স্কুল বাস উল্টে যায়, এতে ১২ জন আহত হন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এবিসি নিউজ জানায়, বাসটি নর্থওয়েস্ট অস্টিনের ট্রাভিস কাউন্টির লিয়ান্ডার ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষার্থীদের বহন করছিল।
স্থানীয় সময় বিকাল ৩ টা ১৫মিনিটের ঠিক পরে ট্র্যাভিস কাউন্টির নেমলেস রোডে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত অস্টিন-ট্র্যাভিস কাউন্টির জরুরি পরিষেবাগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়।
স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটিতে সেই সময় ৪২ জন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক ছিলেন।
ঘটনাস্থল থেকে পাওয়া একটি ছবিতে দেখা যায়, হলুদ স্কুল বাসটি গাছে ঘেরা একটি বাঁধের ওপর উল্টে গেছে, এবং গাড়িটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আহতদের মধ্যে ১২ জনকে ঘটনাস্থল থেকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের পরীক্ষা ও পরিবারের সঙ্গে দেখা করানোর জন্য পুনর্মিলন কেন্দ্রে নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে অস্টিন-ট্র্যাভিস কাউন্টির কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে বাকিদের অস্তবা স্থিতিশীল রয়েছে।
বাসে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহতদের মধ্যে আছেন কিনা তা এখনও জানা যায়নি।