নিউইযর্ক সিটি হাইস্কুলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ-প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট
  ২৯ নভেম্বর ২০২৩, ১১:০৭

নিউইয়র্ক সিটি হাইস্কুলের একজন শিক্ষকের ফিলিস্তিন বিরোধী বক্তব্যের প্রতিবাদ করেছে স্কুলের চার শতাধিক শিক্ষার্থী। ফিলিস্তিনি পতাকা হাতে তারা স্কুলের হলগুলোতে লাফিয়ে দাবড়ে বেড়িয়েছে। তাদের দাবি জুইশ ও শিক্ষিকাকে বরখাস্ত করতে হবে। সামাজিক মাধ্যমে ইসরায়েলের হামলার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য রেখছিলেন এই নারী শিক্ষক।
তবে এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থীকেই বরং বরখাস্ত হতে হয়েছে। যা জানিয়েছেন নিউইয়র্কের স্কুলসমূহের চ্যান্সেলর ডেভিড ব্যাংকস।
সোমবার তিনি একথা জানান। ওদিকে, গত ২০ নভেম্বরের একটি ভিডিওতে দেখা যায় হিলক্রেস্ট হাইস্কুলের প্রতিবাদ চিত্র। কুইনসের জ্যামাইকাস্থ স্কুলটিতে ২৫০০ শিক্ষার্থী অধ্যায়ন করে। তাদের মধ্যে চার শতাধিক শিক্ষার্থী ওই প্রতিবাদে অংশ নেয়। তাতে দেখা যায় শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা হাতে হলের ভেতর দিয়ে দৌড়াদৌড়ি করছে ও দাবড়ে বেড়াচ্ছে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসও ওই ভিডিওর নিন্দা করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের আচরণ দৃশ্যত ইহুদি বিরোধী মনোভাবেরই প্রকাশ।
সোমবার এক সংবাদ সম্মেলনে ব্যাংকস বলেন, প্রতিবাদ হতেই পারে। তবে তা যেনো টেনশনের কারণ না হয় সেটি দেখতে হবে।