নিউইয়র্কে ভাড়া বাড়লো সিটি বাইকের

নিজস্ব সংবাদদাতা
  ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

নিউইয়র্কে সিটিবাইক একটি জনপ্রিয় বাহন। কোন একটি স্থান থেকে বাইক তুলে নিয়ে গন্তব্য পৌঁছে নির্ধারিত স্থানে জমা দিয়ে যেতে পারেন এর ব্যবহারকারীরা। এ জন্য ভাড়া দিতে হয়। সেই ভাড়াই এবার বাড়ানো হলো। যা কার্যকর করা হচ্ছে বৃহস্পতিবার থেকে।
পরপর তৃতীয় বছর ভাড়া বাড়ালো সিটিবাইকের রাইড শেয়ারিং কোম্পানি। এখন প্রতি সিঙ্গল ট্রিপ ৪.৪৯ ডলারের পরিবর্তে পাওয়া যাবে ৪.৭৯ ডলারে। আর সদস্য নন এমন যেকেউকে প্রতি মিনিটে গুনতে হবে ২৬ সেন্টের পরিবর্তে ৩০ সেন্ট করে। যারা এরই মধ্যে সদস্য হয়েছেন তাদের জন্য একটি ট্রিপ ৪৫ মিনিট পার হলে প্রতি মিনিটে ১৭ সেন্টের পরিবর্তে ২০ সেন্ট দিতে হবে।
আর যারা বার্ষিক সদস্যপদ নিয়ে নিতে চান তাদের জন্য বর্ধিত দর আগামী ২৯ জানুয়ারি থেকে কার্যকর হবে। তাদের এখন প্রতি বছরে দিতে হবে ২০৫ ডলারের পরিবর্তে ২১৯.৯৯ ডলার করে। দিনের পাস ১৯ ডলারেই থাকবে। তবে অতিরিক্ত সময় ও ই-বাইক ফি বাড়ছে মিনিটে ৩০ সেন্ট করে।