যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ বেশ কিছু এলাকায় বাংলাদেশি নতুন প্রজন্মের লোকজন মারাত্মক অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। প্রতারণা, মাদক ব্যবসা, চুরি ছিনতাইসহ অভিনব অপরাধে জড়িয়ে পড়া যুব তরুণদের নিয়ে চাপা উদ্বেগ বিরাজ করছে। অনেকেই ধারণা করতে পারছেন না, পশ্চিমের দেশে বাংলাদেশি যুব তরুণরা কতটা বেপরোয়া হয়ে উঠছে এবং এসব নিয়ে কমিউনিটিতে উদ্বেগ থাকলেও করণীয় সম্পর্কে কোন ধারণা নেই।
২০২০ সালে কানেকটিকাটের এক আদালত মীম জান্নাত নামের ২৫ বছর বয়সের এক তরুণীকে দণ্ড প্রদান করে। ব্রুকলিনে বসবাসত বাংলাদেশি পরিবারের কলেজ পেরুনো মেয়ে মীম জান্নাতের ঘটনার জের ধরে খোঁজ নিয়ে পাওয়া গেছে ভয়ানক সব তথ্য। ফেসবুক কেন্দ্রিক প্রতারণা করে ব্যাংক অ্যাকাউন্ট হাতিয়ে নেয়ার চক্রের সাথে জড়িত ছিলেন এ মীম জান্নাত। মীম জান্নাতের মতো বেশ কিছু নারী ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে কঠিন সব অনৈতিকতা ও অপরাধে জড়িয়ে পরার প্রমাণ পাওয়া গেছে। অনেক মেয়ে অসৎ উদ্দেশ্যে সম্পর্ক সৃষ্টি করছে অসম বয়সের লোকজনের সাথে। পরে এসব নিয়ে ফাঁদে ফেলে প্রতারণা করছে। নিজেদের দেশের মেয়েদের মাধ্যমে এমন প্রতারণার শিকার অনেকেই লোক লজ্জার ভয়ে মুখ বন্ধ রাখেন। নিজের স্ত্রী, পরিবার রেখে অল্প বয়স্ক এসব প্রতারক তরুণীদের খপ্পরে অনেকেই পড়েছেন বলে কমিউনিটিতে গুঞ্জন রয়েছে।
ব্রুকলিন থেকে ব্রঙ্গকস পর্যন্ত বাংলাদেশি তরুণ তরুণীদের অপরাধের নেটওয়ার্ক বিস্তৃত। নিউইয়র্কে এখন গাঁজা সেবন বৈধ হলেও বিভিন্ন ধরনের ক্ষতিকর মাদক কেনা-বেচা এবং সেবন অবৈধ। গাঁজা ছাড়াও বিভিন্ন নামের নেশাজাত দ্রব্য ব্যবহার ও এর গোপন বেচা বিক্রি নিয়ে গড়ে উঠেছে একটি চক্র। এ চক্রে বাংলাদেশি তরুণ তরুণীদের উপস্থিতিতি কমিউনিটির জন্য পীড়াদায়ক হয়ে উঠেছে।
বাংলাদেশিবহুল এলাকায় গাড়ি চুরি সহ ছিনতাই, রাহাজানিতেও স্বদেশী যুব তরুণের উপস্থিতি ক্রমশ জোরালো হচ্ছে বলে অনেকেই মনে করছেন। নিউইয়র্ক সহ আমেরিকায় বাংলাদেশি কমিউনিটিতে বাইরের অবস্থার সাথে গোপন অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। কমিউনিটির নানা কোলাহলে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন তাদের গ্রাম, উপজেলার সমিতি, বনভোজন, কবর ক্রয় করা, মসজিদ নির্মাণ -এসব নিয়ে দলাদলিতে ব্যস্ত। এসব কমিউনিটি কোলাহলে বাংলাদেশি যুব তরুণদের কোনোই যোগসূত্র নেই। যুব তরুণরা সহজেই আন্ডার ওয়ার্ল্ডে নিজেদের অপরাধ চক্র গড়ে তুলেছে।
কমিউনিটির একজন প্রবীণ সাংবাদিক এ নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় জানালেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে গত তিন দশক থেকে আমেরিকায় ব্যাপক লোকজনের আগমন ঘটেছে। পশ্চিমা সমাজের উত্তালতার সাথে তাল মিলানোর জন্য অনেকেরই সামাজিক , সাংস্কৃতিক প্রস্তুতি নেই। ফলে বহু জাতি গোস্টির এ দেশে এসে অনেকেই স্বদেশে লালন করা ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে সহজেই ঝরে পড়ছে। অনেকেই আত্মঘাতী হয়ে উঠেছে। দেখা যায়, স্কুল কলেজগামী সন্তানরা বখাটে হচ্ছে। কলেজ পেরুনো তরুণী জড়িয়ে পড়ছে মীম জান্নাতের মতো অপরাধ কর্মে। বাংলাদেশি কমিউনিটির এ ধরনের বখাটে যুব তরুণদের ব্যাপারে সতর্ক হওয়ার সময় এখন এবং এ ব্যাপারে প্রতিটি পরিবার এবং আশেপাশের লোকজনকে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন বলে অনেকেই মনে করেন।