স্কুলের প্রথম দিনে ছেলের শরীরে আঘাত, আইনি ব্যবস্থা নিচ্ছেন মা

ডেস্ক রিপোর্ট
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৮
আপডেট  : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৩

আইউইটনেস নিউজ জানায়, তিন বছরের শিশুটি বাকপ্রতিবন্ধী। সে তার মাথা ও পিঠে আঘাত পেয়েছে।
ছোট শিশুটির মা আলেকজান্দ্রা ডমিঙ্গেজ বর্তমানে আইনি ব্যবস্থা নিচ্ছেন। ছেলের আঘাত পাওয়ার ঘটনায় স্কুল ডিস্ট্রিক্ট দায় নেবে, এমনটা প্রত্যাশা তার।
শিশুটির চিকিৎসায় যে ব্যয় হয়েছে, তার বিপরীতে ক্ষতিপূরণও দাবি করেছেন এ নারী।
ডমিঙ্গেজের অভিযোগ, স্কুলে নিপীড়ন করা হয়েছে শিশুটির ওপর।
তিনি জানান, স্কুলের প্রথম দিনেই আঘাত পাওয়া অ্যারনের শারীরিক অবস্থার উন্নতি হলেও তার মানসিক ট্রমা কাটেনি। সে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছে।
নিউ জার্সির নারী জানান, গত মঙ্গলবার আর্লি চাইল্ডহুড সেন্টার-সেন্ট্রাল নামের প্রতিষ্ঠানটি থেকে ছেলেকে আনার সময় তার মাথা ও পিঠে কয়েকটি দাগ দেখতে পান তিনি।
কীভাবে ছেলে আঘাত পেল, তা ছেলের সহকারী ও স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে চান তিনি।
এ নারী জানান, স্কুলের লোকজন তাকে জানান, ছেলেটি ঘুমাচ্ছিল এবং এ অবস্থায় হঠাৎ সে পড়ে যায়। এ ছাড়া সে দেয়ালে মাথা ঠুকছিল।
একাধিক বর্ণনা শুনে ওই নারী প্রকৃত সত্য খুঁজতে থাকেন।
পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অ্যারনের দেহে কমপক্ষে ১০টি কালশিটে দাগ ছিল। স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে নেওয়ার পর তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখেন চিকিৎসকরা। যদিও তেমন কিছু পাওয়া যায়নি।
অ্যারনের বিষয়ে তার মা বলেন, ‘আমার পুরো জীবন মানে সে। সে আমার সন্তান, আমার একমাত্র সন্তান।’
এ বিষয়ে জানতে স্কুল ডিস্ট্রিক্টের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পায়নি আইউইটনেস নিউজ।
নিউইয়র্ক পুলিশের পাশাপাশি ঘটনাটি তদন্ত করছে এসেক্স কাউন্টি প্রসিকিউটরের অফিস।