ভারতীয় পণ্যের ওপর আরোপিত ৫০ শতাংশ শুল্ক নীতি প্রত্যাহার করতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অ্যামেরিকার ১৯জন আইনপ্রণেতা কর্তৃক চিঠি দেওয়া হয়েছে।
এনডিটিভির এক প্রতিবেদন জানায়, বুধবার অ্যামেরিকা ও ভারতের ‘গুরত্বপূর্ণ অংশীদারিত্ব’ পুনরুদ্ধার ও মেরামত করার আহ্বান জানিয়ে কংগ্রেসের সদস্যরা এ চিঠি দেন।
ট্রাম্পকে পাঠানো এ চিঠিতে স্বাক্ষর দেন ডেমোক্র্যাট দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা।
তবে রিপাবলিকান দলের কোনো সদস্য সাক্ষর দিতে সম্মত হননি।
ওই চিঠিতে বলা হয়, ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি দুই দেশের সম্পর্ক নষ্ট করছে । সেই সঙ্গে অ্যামেরিকার ভোক্তা ও উৎপাদকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
কংগ্রেস সদস্যরা লিখেন, আমরা যেসব অঞ্চলের প্রতিনিধিত্ব করছি সেখানে একসঙ্গে ভারতীয়-অ্যামেরিকান সম্প্রদায় বসবাস করে। দুই সম্প্রদায় একে অন্যের সঙ্গে পারিবারিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে জড়িয়ে আছে। অতিরিক্ত এ শুল্ক নীতি দুই দেশের মানুষের সম্পর্ক তিক্ত করে তুলবে।
চিঠিতে আরও বলা হয়, অ্যামেরিকা কর্তৃক অতিরিক্ত শুল্ক চাপের কারণে ভারত রাশিয়া ও চীনেমুখী হবে। এতে ওই দুই দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গভীর হয়ে ওঠার সুযোগ আছে।
সর্বশেষ দুই দেশের অসংখ্য মানুষের কর্মসংস্থান বাঁচাতে এবং নতুন নতুন বিনিয়োগের সুযোগ রাখতে ৫০ শতাংশ শুল্ক নীতি পরিবর্তন করার পরামর্শ দেন কংগ্রেসের আইনপ্রণেতারা।
চলতি বছরের আগস্ট মাসে রাশিয়া থেকে জ্বালানি তেল কারণে ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক নির্ধারণ করেন ট্রাম্প। তারপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন চলছে।