সত্যিকারের পিস্তলকে খেলার সামগ্রী বানিয়ে নিজ বাড়িতে আপন মনে খেলছিল ১১ বছর বয়সী এক বালক। হঠাৎ সেই বন্দুক থেকে বের হয়ে আসে একটি গুলি। আর সেটি সরাসরি প্রবেশ করে বালকের শরীরে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ছেলেটি।
আইউইটনেস নিউজ জানায়, বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে নিউ ইয়র্ক সিটির নর্থ মিলার স্ট্রিট এলাকায় এ ঘটনা ঘটে।
বালকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডি।
পুলিশ জানায়, গুলিতে প্রাণ হারানো ওই বালক তার বড় ভাইয়ের বন্দুক দিয়ে খেলছিল। সে সময় দুর্ঘটনা ঘটে।
বেদনাদায়ক এ ঘটনার তদন্ত চলছে।
তথ্যসূত্র:টিবিএন২৪